বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যা,করোনায় রাজ্য়ে ৬২.৫৮ শতাংশ রিকভারি রেট

Published : Jun 23, 2020, 11:57 PM IST
বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যা,করোনায় রাজ্য়ে ৬২.৫৮ শতাংশ রিকভারি রেট

সংক্ষিপ্ত

আক্রান্তের সঙ্গে এবার বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা  এখনও পর্যন্ত ৯২১৮ জন করোনা থেকে সেরে উঠেছেন  বর্তমানে রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৭২৮ জন৷

আক্রান্তের সঙ্গে এবার বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে, এখনও পর্যন্ত রাজ্য়ে ৯২১৮ জন করোনা থেকে সেরে উঠেছেন। বর্তমানে রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৭২৮ জন৷ পরিসংখ্যান বলছে,গত ২৪ ঘন্টায় রাজ্য়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৩১ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২১৮ জন৷ যা শতাংশের হিসেবে ৬২.৫৮ শতাংশ৷

অন্য়দিকে সুখবর প্রতিদিনই বাংলায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা কমছে। বর্তমানে এই সংখ্যাটা ৪৯৩০ জন৷ নতুন করে মৃত্যু হয়েছে আরও ১১ জনের৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮০জনে৷ যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতারই ৩ জন৷ বাকি উত্তর ২৪ পরগনার ৩ জন ও হাওড়ার ৪ জন৷ এছাড়াও পূর্ব মেদিনীপুরের ১ জন রয়েছেন। 

মঙ্গলবার পাওয়া সংখ্য়া অনুসারে বাংলায় নতুন করে ৯৪২৩ টি টেস্ট হয়েছে৷ ফলে এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ২৭৭ জনের৷ প্রতি ১০ লক্ষে টেস্ট ৪৬৭০ জন৷ যা শতাংশের হিসেবে ৩.৫০ শতাংশ৷

হিসেবে অনুযায়ী এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৪৯টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আগামী দিনে আরও ৪টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হওয়ার কথা। বাংলায় ৭৭ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ২৪ টি হাসপাতাল ও ৫৩ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ সব মিলিয়ে রাজ্য় সরকারের দাবি অনুসারে, বাংলায় নেতি থেকে ইতিবাচক দিকে এবার করোনা চিকিৎসা।

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের