বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যা,করোনায় রাজ্য়ে ৬২.৫৮ শতাংশ রিকভারি রেট

  • আক্রান্তের সঙ্গে এবার বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা
  •  এখনও পর্যন্ত ৯২১৮ জন করোনা থেকে সেরে উঠেছেন
  •  বর্তমানে রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৭২৮ জন৷

Asianet News Bangla | Published : Jun 23, 2020 6:27 PM IST

আক্রান্তের সঙ্গে এবার বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে, এখনও পর্যন্ত রাজ্য়ে ৯২১৮ জন করোনা থেকে সেরে উঠেছেন। বর্তমানে রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৭২৮ জন৷ পরিসংখ্যান বলছে,গত ২৪ ঘন্টায় রাজ্য়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৩১ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২১৮ জন৷ যা শতাংশের হিসেবে ৬২.৫৮ শতাংশ৷

অন্য়দিকে সুখবর প্রতিদিনই বাংলায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা কমছে। বর্তমানে এই সংখ্যাটা ৪৯৩০ জন৷ নতুন করে মৃত্যু হয়েছে আরও ১১ জনের৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮০জনে৷ যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতারই ৩ জন৷ বাকি উত্তর ২৪ পরগনার ৩ জন ও হাওড়ার ৪ জন৷ এছাড়াও পূর্ব মেদিনীপুরের ১ জন রয়েছেন। 

মঙ্গলবার পাওয়া সংখ্য়া অনুসারে বাংলায় নতুন করে ৯৪২৩ টি টেস্ট হয়েছে৷ ফলে এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ২৭৭ জনের৷ প্রতি ১০ লক্ষে টেস্ট ৪৬৭০ জন৷ যা শতাংশের হিসেবে ৩.৫০ শতাংশ৷

হিসেবে অনুযায়ী এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৪৯টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আগামী দিনে আরও ৪টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হওয়ার কথা। বাংলায় ৭৭ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ২৪ টি হাসপাতাল ও ৫৩ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ সব মিলিয়ে রাজ্য় সরকারের দাবি অনুসারে, বাংলায় নেতি থেকে ইতিবাচক দিকে এবার করোনা চিকিৎসা।

Share this article
click me!