অবশেষে রিপোর্ট নেগেটিভ, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মহম্মদ সেলিম

Published : Aug 17, 2020, 08:01 PM ISTUpdated : Aug 17, 2020, 08:15 PM IST
অবশেষে রিপোর্ট নেগেটিভ, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মহম্মদ সেলিম

সংক্ষিপ্ত

 করোনা রিপোর্ট নেগেটিভ এল মহম্মদ সেলিমের সোমবার মেডিকা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে হাসপাতাল জানিয়েছে এখন সুস্থ আছেন এই সিপিএম নেতা   সাত দিনের হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে তাঁকে

অবশেষে স্বস্তি। করোনা রিপোর্ট নেগেটিভ এল সিপিআইএম-এর পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিমের। সোমবার মেডিকা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে,এখন সুস্থ আছেন বর্ষীয়ান সিপিএম নেতা। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্ট। তবে বাড়ি ফেরার পর তাঁকে সাত দিনের হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

গত ৩ অগস্ট করোনা পজেটিভ নিয়ে মেডিকা হাসপাতালে ভর্তি হন সেলিম। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সেই সময় শরীরে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট ছিল তাঁর। কদিন আগেই করোনায় আক্রান্ত হন সিপিআইএম নেতা শ‍্যামল চক্রবর্তী। পরে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

তবে বাংলার রাজনীতিতে করোনা আক্রান্ত হয়েছেন অনেক বিধায়ক- মন্ত্রী। সেই তালিকায় নাম ছিল তৃণমূলের মন্ত্রী সুজিত বসু,স্বপন দেবনাথ ছাড়াও তমোনাশ ঘোষের। এদের মধ্য়ে সুজিত বসু করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন। তবে ফিরতে পারেননি তমোনাশ ঘোষ। হাসপাতালে রয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ। 

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে