বর্ষবরণের রাতে শহরের ৫ হোটেলে ডিজে বাজানোর নিষেধাজ্ঞা, জানাল আদালত

  • বর্ষবরণের রাতে, হোটেলে মিউজিক বাজানোয় নিষেধ
  • ৩৪২ টি মিউজিক সংস্থার উপর এই নিষেধাজ্ঞা জারি
  • এর মধ্য়ে কলকাতায় মোট  ৫টি হোটেলও রয়েছে
  • পাঁচ তারা হোটেলের লাইসেন্স ফি ১৮০,০০০ টাকা
     

বর্ষবরণের রাতে, শহর কলকাতার ৫ টি হোটেলের উপর  মিউজিক এবং ডিজে বাজানোয় নিষেধাজ্ঞা জারি করল আদালত। যে সমস্ত প্রতিষ্ঠান লাইসেন্স ফি জমা দেয়নি, তারা শুধুমাত্র আজকের জন্য় নয়, পরবর্তী সময়েও নতুন লাইসেন্স ছাড়া কোনরকম মিউজিক বাজাতে পারবে না। এই পাঁচটি হোটেলগুলি হল হায়াত রিজেন্সি, পার্ক, হোটেল হিন্দুস্থান, হোটেল ওটু, ফাইভ ম্য়াডম্য়ান।

আরও পড়ুন, হাসপাতালে ঝুলল 'লক আউট' নোটিস, বিপাকে রোগী ও পরিবারের লোকেরা

Latest Videos

ভারতের মোট ৩৪২ টি মিউজিক সংস্থার তরফে পিপিএল অর্থাৎ ফোনোগ্রাফিক পারফরমেন্স লিমিটেড  এর এক মামলায় এই স্থগিতাদেশ দিয়েছে বারাসত জেলা আদালত। এ ব্যাপারে পার্ক হোটেল-এর এক মুখপাত্রর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-র প্রাক্তন সভাপতি রাজেশ মিশ্র  জানিয়েছেন,রেকর্ডেড মিউজিক এবং ডিজে-র উপর কখনও কোনও কপিরাইট নেই। এ ব্য়াপারে কেউই লাইসেন্স ফি দাবি করতে পারে না। তবে যদি কেউ বাড়ির পার্টিতে ডিজে বাজায়, সে ক্ষেত্রে লাইসেন্স ফি দেওয়ার বিষয়ে তিনি কিছু শোনেননি। 

আরও পড়ুন, তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং-এ, বছর পড়লেই বর্ষা শুরু ঝমঝমিয়ে

পিপিএল -এর আঞ্চলিক ম্য়ানেজার সুপ্রিয় মুখোপাধ্য়ায় জানিয়েছেন, তাঁদের যে সমস্ত প্রতিষ্ঠান পাওনা টাকা দেয়নি মূলত তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বছর মুম্বই হাইকোর্ট ,সেই  সমস্ত প্রতিষ্ঠানকে রেকর্ডেড মিউজিক, ডিজে ইত্যাদি বর্ষবরণের রাতে বাজানোর উপর  স্থগিতাদেশ দিয়েছিল। তিনি আরও জানিয়েছেন, তারা এবছরও মুম্বই হাইকোর্টেও গিয়েছিলেন। সেখানে আদালত ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বরের ক্ষেত্রে একই স্থগিতাদেশ দিয়েছে। এরপরেই তারা পাঁচটি হোটেলের বিরুদ্ধে বারাসত জেলা আদালতে গেলে বিচারক ওই হোটেলগুলির বিরুদ্ধে একই স্থগিতাদেশ দেন। পাঁচ তারা হোটেলের ক্ষেত্রে, লাইসেন্স ফি ১৮০,০০০ টাকা এবং ব্য়াঙ্কয়েটের ক্ষেত্রে ফি ৪৬,০০০ টাকা। 
 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News