আগামীকাল থেকেই শহরের ১৬ টি স্কুলে ভ্যাকসিনেশন চালু হবে, বার্তা ফিরহাদের

Published : Jan 02, 2022, 04:52 PM ISTUpdated : Jan 02, 2022, 04:54 PM IST
আগামীকাল থেকেই শহরের ১৬ টি স্কুলে ভ্যাকসিনেশন চালু হবে, বার্তা ফিরহাদের

সংক্ষিপ্ত

'সোমবার থেকে ১৬ টি স্কুলে  ভ্যাকসিন চালু হবে', অতি প্রয়োজনীয় বার্তা দিলেন ফিরহাদ। তবে সেই সঙ্গে কোভিড ইস্যুতে আংশিক লকডাউন নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়ার জবাব দিতে ভূললেন না।    

'সোমবার থেকে ১৬ টি স্কুলে  ভ্যাকসিন (Covid Vaccination) চালু হবে', অতি প্রয়োজনীয় বার্তা দিলেন ফিরহাদ। তবে সেই সঙ্গে কোভিড ইস্যুতে আংশিক লকডাউন নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়ার জবাব দিতে ভূললেন না। এমনকি অভিষেকের ত্রিপুরা সফর নিয়ে দিলীপের সকালে দেওয়ার তোপের পাল্টা নিশানা করলেন কলকাতার মেয়র (KMC Mayor Firhad Hakim) ।

৮০ ভাগই উপসর্গহীন

একবালপুর ভূকৈলাশ রোডে এক ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে ফিরহাদ হাকিম বললেন,  'সোমবার থেকে ১৬ টি স্কুলে ১৫ থেকে ১৮ উর্দ্ধে ভ্যাকসিন চালু হবে। এরপরে যে যে স্কুল চাইবে তাদেরকেও আমরা ভ্যাকসিন দেব। তাদেরকে আমরা কোভ্যাকসিন দেব। কোভিশিল্ড নয়।  কোভিড সংক্রমণ বাড়লেও সচেতনতার অভাব সর্বত্র চোখে পড়ছে। মাস্ক ছাড়াই অনেককে ঘোরা ফেরা করতে দেখা যাচ্ছে। তাই কোভিড ইস্যু নিয়ে ফিরহাদ আরও বলেছেন, 'সাধারণ মানুষকে বলবো মাস্ক পড়ে থাকুন সবাই মাস্ক পড়ে থাকলে সুরক্ষিত থাকবো। এটা ফেটাল করোনা নয়  এই করোনায় অক্সিজেন স্যাচুরেশন কমছে না জ্বর আসছে সর্দি কাশি হচ্ছে গা হাত পা ব্যাথা হচ্ছে। আর ৮০ ভাগই উপসর্গহীন । ৩ শতাংশ মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাস্ক পড়ুন, সুস্থ থাকুন।'  

'আমরা লকডাউনের পক্ষে নই'

অপরদিকে কোভিড পরিস্থিতি সামাল দিতে বাংলায় আংশিক লকডাউন ডেকেছে রাজ্য সরকার। ৩ জানুয়ারি থেকে লাগু হচ্ছে এই বিধিনিষেধ। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠকের পর বৈঠকে একাধিক নিয়ম বিধি নিষেধ জারি করলেন রাজ্যের মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। সোমবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে সকল স্কুল-শিক্ষাপ্রতিষ্ঠান। সকল সরকারি এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ হাজির থাকবে। এবং সুইমিং পুল, বিউটি পার্লার, জিম সব বন্ধ থাকবে। এই ইস্যুতে বিরোধীরা কটাক্ষ করে বলেছে তিনদিন অনুষ্ঠান করে করোনা বাড়িয়ে রাজ্য সরকার করোনা কমানোর চেষ্টা করছে। যদিও এরও পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, 'বিরোধীরা বললেই তো হবে না আমাদের অনেক কিছু দেখতে হয়। আমাদের ইকোনমি দেখতে হয়।  আমাদের মানুষ যারা রোজ আনে রোজ খায়।  তাঁদের দিকে তাঁকিয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। বিরোধীরা কী বলল সেই নিয়ে কাজ করলে হবে না। মমতা বন্দ্য়োপাধ্যায়কে মানুষ দায়িত্ব দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই অনেক কিছু চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেয়।আমরা লকডাউনের পক্ষে নই।'

'ওদের যাওয়ার সময় হয়ে গেছে'

অপরদিকে, এদিন অভিষেকের ত্রিপুরা সফর নিয়ে ফের তোপ দেগেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেছেন, 'ত্রিপুরায় কিছু আছে আর তৃণমূলের, কী করতে যাচ্ছে আবার। ত্রিপুরার লোক বুঝিয়ে দিয়েছেন এরকম পার্টি ত্রিপুরায় চলবে না।' আর এবার তার পাল্টা জবাব দিলেন  ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র জানিয়েছেন, 'দিলীপ ঘোষরা ভাবছে,  ওদের যাওয়ার সময় হয়ে গেছে।  আমরা রাজনৈতিক দল আমরা সংগঠন করি যেখানে বিজেপি'র ঘোটালা হবে অত্যাচার হবে। সেখানে অভিষেকের নেতৃত্বে তৃণমূল এগিয়ে যাবে লড়াই করবে।'

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর
Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের