তিলোত্তমা লন্ডভন্ড করে প্রাণও কাড়ল আমফান , আজও বৃষ্টির আশঙ্কা শহরে

  • ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ কলকাতা
  • রিজেন্ট পার্কে গাছ পড়ে মা-ছেলের মৃত্যু
  • বহু জায়গায় গাড়ির ওপর পড়ল গাছ
  • জল জমেও বিচ্ছিন্ন বহু এলাকা

ঝড়ের এমন তাণ্ডবলীলা শেষ কবে দেখেছেন কলকাতাবাসী তা মনে করতে পারছেন না অনেকেই। সুপার সাইক্লোনের তাণ্ডবে এককথায় তছনছ শহর তিলোত্তমা। বৈশ্বিক মবামারী করোনার থেকেও ঘূর্ণিঝড় আমফানকে বড় বিপর্যয় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শহর কলকাতা পুরোপুরি লন্ডভন্ড। কোথাও রাজপথের সামনে মুখ থুবড়ে পড়ে রয়েছে গাছ, কোথাও মিনিবাসের উপর ভেঙে পড়েছে বড় গাছ। আবার কোথাও হাঁটু সমান জল শহরের পথে। 

Latest Videos

 

 

আমফান প্রাণ কেড়েছে এই শহরেও। ১৩৩ কিমি বেগে বয়ে যাওয়া ঝড়ের কারণে  রিজেন্ট পার্কে গাছ পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। নবান্নে ভেঙেছে দরজা। 

এয়ারপোর্ট রোডে আমফানের তাণ্ডবে ভেঙে পড়ে একের পর এক বড় গাছ। রাতেই সেই গাছ সরায় এনডিআরএফ।

 

 

ঝড়ের তাণ্ডবে শহরের বহু জায়গাতেই গাছ ভেঙে পড়েছে। 

 

 

তবে দুর্যোগ এখনও কাটেনি। আজও শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবাহওয়া দফতর।

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র