ফের বস্তা থেকে তরুণীর দেহ উদ্ধার। একবালপুরে এমএম আলী রোডে সিমেন্টের বস্তা থেকে একটি মেয়ের দেহ উদ্ধার করল পুলিশ। ইতিমধ্য়েই এলাকায় তদন্তে শুরু করেছে লালবাজার হোমিসাইড শাখা ।
আরও পড়ুন, কালীপুজোর মন্ডপেই হই হই করে বিয়ে, মায়ের আর্শীবাদ নিয়ে তারপরেই হল ভাসান
গলায় আঘাতের চিহ্ন
আবারও একবালপুরে এমএম আলী রোডে সিমেন্টের বস্তা থেকে একটি মেয়ের দেহ উদ্ধার হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, বছর কুড়ির মেয়েটির নাম নয়না। মেয়েটির গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। ইতিমধ্য়েই এলাকায় তদন্তে এসেছে লালবাজার হোমিসাইড শাখা এবং সঙ্গে এসেছে স্নিফার ডগ। এখনও এলাকায় ব্যপক উত্তেজনা। যেখানে দেহ পড়েছিল, সেই অংশটা ঘিরে রেখেছে পুলিশ।
আরও পড়ুন, ব্রাত্য 'বাঙালি', বাংলার ভোট-যুদ্ধ জয়ে 'অবাঙালি' 'পঞ্চপান্ডব' পাঠাল বিজেপি
দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে
ইতিমধ্য়েই ওই তরুণীর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। লালবাজার ও একবালপুর থানার পুলিশ ইতিমধ্যেই এলাকার লোককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কীকরে এত মর্মান্তিক ঘটনা ঘটল সদ্য ২০ বছরে পা দেওয়া নয়না সঙ্গে, তা খতিয়ে দেখা হচ্ছে।