কলকাতায় মৃত তাইল্যান্ড- এর যুবতী, করোনা আক্রান্ত কি না জানতে পরীক্ষা

  • কলকাতায় ফের করোনা ভাইরাস আতঙ্ক
  • বেসরকারি হাসপাতালে তাইল্যান্ড-এর যুবতীর মৃত্যু
  • করোনা ভাইরাস আক্রান্ত কি না, জানতে পরীক্ষা 

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হলো তাইল্যান্ডের এক নাগরিকের। যে মৃত্যুকে ঘিরে ফের একবার শহরে করোন ভাইরাসের আতঙ্ক। তাইল্যান্ডের বাসিন্দা মৃত যুবতীর কফের নমুনা পরীক্ষার জন্য পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি- তে পাঠানো হচ্ছে। 

তাইল্যান্ডের নাগরিক সুরিন নাকটয় ব্যবসায়িক কাজে কলকাতায় এসেছিলেন। এর পরেই গত ২১ জানুয়ারি প্রবল শ্বাসকষ্টের সমস্যার নিয়ে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই আইসিইউ- তে তাঁর চিকিৎসা চলছিল।  শেষ পর্যন্ত সোমবার বিকেল পাঁচটা নাগাদ ৩২ বছর বয়সি ওই যুবতীর মৃত্যু হয়। 

Latest Videos

চিনের মতো তাইল্যান্ড- এও করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন অনেকে। শ্বাসকষ্ট জনিত সমস্য়ায় বিদেশি ওই নাগরিকের মৃত্যু পর পরই গোটা বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে হাসপাতালের তরফে। ওই রোগীর কফের নমুনাও বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে পাঠানো হবে। 

অন্যদিকে যে চিনা যুবতীকে বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাঁর শরীরে করোনা ভাইরাসের নমুনা মেলেনি বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছে। ওই যুবতীর যে সমস্ত উপসর্গ ছিল তা জানার পর পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকেই তাঁর শরীরে করোনা ভাইরাসের জীবাণু থাকার সম্ভাবনা খারিজ করে দেওয়া হয়। 

গত ২৪ জানুয়ারি মুম্বাইতে আসার পর ট্রেনে কলকাতা পৌঁছনোর পথে জ্বর, মাথা এবং পেট ব্যথায় আক্রান্ত হন তিনি। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে উপসর্গ দেখে তাঁকে দ্রুত বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসোলেশন ওয়ার্ডে রেখে ওই জো হুয়ামিন নামে ওই যুবতীর চিকিৎসা চলছিল।
 

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু