কলকাতার পুরভোটে তৃণমূলের হয়ে ফিরহাদ হাকিম লড়ছেন এবার ৮২ নম্বর ওয়ার্ড থেকে। নির্বাচন বিধি মেনেই স্থাবর, অস্থাবর সম্পত্তির হিসেব জমা দিয়েছিলেন তিনি। চলুন, দেখে নেওয়া যাক সেই মোট সম্পত্তির পরিমাণ।
কলকাতার পুরভোটে তৃণমূলের হয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim) লড়ছেন এবার ৮২ নম্বর ওয়ার্ড থেকে। নির্বাচন বিধি মেনেই স্থাবর, অস্থাবর সম্পত্তির হিসেব জমা দিয়েছিলেন তিনি। কলকাতা পুরসভা ভোটের জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন, চলুন দেখে নেওয়া যাক সেই মোট সম্পত্তির পরিমাণ ( Details assests of TMC Candidate Firhad Hakim)।
ফিরহাদের হলফনামা অনুযায়ী, তার কাছে অস্থাবর সম্পত্তি রয়েছে চার কোটি ৩৮ লক্ষ্য ৬৬ হাজার টাকার। এবং ফিরহাদ হাকিমের স্ত্রীর কাছে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৫ কোটি ৫৩ হাজার টাকা। এছাড়া ফিরহাদের ১ কোটি ৮১ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। এবং ফিরহাদের স্ত্রীর কাছে ২ কোটি ১৬ লক্ষ ৬৫ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। ২০১৯ থেক ২০ সালের আয়কর রিটার্ন অনুসারে তাঁর বার্ষিক আয় ৬৫ লাখের বেশি এবং তাঁর স্ত্রীর এক কোটি ৩২ লক্ষ ৫৪ হাজার। পুরসভায যেসব প্রার্থী লড়ছেন, তাঁধের মধ্যে সম্পদ দিক থেকে ফিরহাদের স্থান উপরের দিকে। রাজ্য বিধানসভা নির্বাচনের পর কেটে গিয়েছে মাত্র আটমাস। এই কয়েকমাসের ব্যবধানে সস্ত্রীক ফিরহাদ হাকিমের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ল ৪৪ লক্ষ টাকা। চলতি বছরের মার্চ মাসেই রাজ্যে বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে। সেই নির্বাচনে বন্দর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হন রাজ্যের মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। পরে তিনি কলকাতার কলকাতার প্রশাসক বোর্ডের মুখ্য পদে বসেছিলেন। বিধানসভা নির্বাচনে লড়াই করতে গিয়ে নির্বাচন বিধি মেনেই স্থাবর, অস্থাবর সম্পত্তির হিসেব জমা দিয়েছিলেন তিনি। কলকাতা পুরসভা ভোটে জমা দেওয়া হলফনামা অনুসারে দেখা গিয়েছে, ফিরহাদ হাকিমের এই ৮ মাসে সম্পত্তির পরিমাণ ২৯ লক্ষ টাকার বেশি বেড়েছে। আর তাঁর স্ত্রীর ব্যালেন্স বেড়েছে ৫৯ লক্ষের বেশি। সব মিলিয়ে ৮৮ লক্ষ টাকার সম্পত্তির পরিমাণ বেড়েছে। তাঁদের কাছে ৮৩৪ গ্রাম সোনার গয়না আছে। অথচ এই আট মাসে যার দাম একটুও বাড়েনি।
আরও পড়ুন, Mamata Banerjee-Nepal Visit: মেলেনি বিদেশ মন্ত্রকের ছাড়, নেপাল সফরে যাওয়া হল না মমতার
ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা পুরসভা ধাপে ধাপে আধুনিকতার পথে হেঁটেছে বা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগ থেকে শুরু করে জন্ম-মৃত্যুর সংশয় পত্র পাওয়া এমনকি কোথাও কোনো রকম পুরো পরিষেবা বিঘ্নিত হলেও তা পুরসভার সাইটের মাধ্যমে জানতে পারা যায় বার্তা মন্ত্রীর। কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগ থেকে শুরু করে জন্ম-মৃত্যুর সংশয় পত্র পাওয়া এমনকি কোথাও কোনও রকম পুরো পরিষেবা বিঘ্নিত হলেও তা পুরসভার সাইটের মাধ্যমে জানতে পারা যায় বার্তা মন্ত্রীর। ফিরহাদ হাকিমকে আরও বলতে শোনা যায়, ' শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ সমস্ত মানুষ মুখিয়ে রয়েছে কলকাতা পুরভোটে তাদের জনমত জানাতে। এগিয়ে প্রচার পর্বেই দেখা যাচ্ছে বিরোধীদের সহজেই টেক্কা দিচ্ছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের প্রচার যে প্রান্তেই যাচ্ছে সেই প্রান্তের মানুষই সাদরে তাদের অভ্যর্থনা জানাচ্ছেন, তাদের সমর্থনের কথা বলছেন। বিগত দিনে কলকাতা পুরসভার পুর বোর্ড যে কাজ করেছে মানুষকে যে পুর পরিষেবা তুলে দিয়েছে। তাদের অভাব অভিযোগ মেটানোর চেষ্টা করেছে তাতে কলকাতা পুরবাসী যথেষ্ট খুশি।আগামী দিনেও তারা এই পুরো বোর্ডকেই ফের ক্ষমতায় আনবে। ভোটের রেজাল্টেই তা স্পষ্ট হবে।'