বৈশাখী-মমতা সাক্ষাৎকে গুরুত্ব নয়, শোভন নিয়ে চুপ দিলীপ

  • বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতার সাক্ষাৎ
  • সাক্ষাৎকে গুরুত্ব দিলেন না দিলীপ ঘোষ
  • ওরা পূর্ব পরিচিত  বলেই সাক্ষাৎ বললেন তিনি
  • এতে বিজেপির অস্বস্তির কিছু নেই

শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাওয়াকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ওদের সাথে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পুরোনো সম্পর্ক রয়েছে, তাই তিনি যাচ্ছেন। এতে বিজেপির অস্বস্তিতে পড়ার কোনও কারণ নেই। আজ সকালে মধ্য হাওড়ার ২৪এবং ২৬ নম্বর ওয়ার্ডে চা চক্রে অংশগ্রহণ করেন বিজেপি সভাপতি।

প্রথমে ২৪ নম্বর ওয়ার্ডের বিজয়ানন্দ পার্কে প্রাতঃভ্রমণ করেন তিনি। মাঠে আসা অন্যান্য প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। তাদের সমস্যা নিয়ে কথা বলেন। এরপর চা চক্র অনুষ্ঠানে যোগ দিতে আসেন ২৬ নম্বর ওয়ার্ডে। যদিও সেই ওয়ার্ডের সমস্ত চায়ের দোকান বন্ধ ছিল। এ নিয়ে বিজেপির সভাপতির অভিযোগ, বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল। সেই জন্যই আমি আসছি জেনে এলাকার সমস্ত চায়ের দোকান আগে থেকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ তৃণমূল ভয় পাচ্ছে সাধারণ মানুষকে। তাই জন্য এলাকাবাসীর কথা চিন্তা না করে সংস্থা চায়ের দোকান বন্ধ রাখা হয়েছে। 

Latest Videos

যদিও বিজেপি রাজ্য সভাপতি অভিযোগে গুরুত্ব দিতে নারাজ 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র। তিনি বলেন,  তৃণমূল এই কাজের সাথে যুক্ত নয়। এই ধরনের নিম্নমানের রাজনীতি তৃণমূল করে না। এটা বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ। আর দোকান বন্ধ রাখা কিংবা না রাখাটা সম্পূর্ণ ব্যবসাদারদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে তৃণমূল মাথা ঘামায় না। অন্যদিকে বাংলার গর্ব মমতার পাল্টা বিজেপির 'আর নয় অন্যায়' কর্মসূচি বলে দাবি দিলীপবাবুর। তার বক্তব্য,  পশ্চিমবাংলার মানুষ আর অন্যায় চাইছেন না। সেই জন্যই আমাদের এই কর্মসূচি।

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর