বড়দিনের আগের বিকেলে মেট্রো বিভ্রাট, আংশিক বন্ধ পরিষেবা

Published : Dec 24, 2019, 05:00 PM ISTUpdated : Dec 24, 2019, 05:04 PM IST
বড়দিনের আগের বিকেলে মেট্রো বিভ্রাট, আংশিক বন্ধ পরিষেবা

সংক্ষিপ্ত

গিরিশ পার্ক স্টেশনে যান্ত্রিক বিভ্রাট আংশিক বন্ধ মেট্রো চলাচল হয়রানির মুখে অসংখ্য যাত্রী  


ক্রিসমাস ইভ-এ ফের মেট্রো বিভ্রাট। এ দিন বিকেলে গিরিশ পার্ক স্টেশনে যান্ত্রিক বিভ্রাটের জেরে ব্যাহত হয় মেট্রো চলাচল। 

মেট্রো সূত্রে খবর, এই বিপত্তির ফলে নোয়াপাড়া থেকে সেন্ট্রাল স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে। যদিও, সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। দ্রুত পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। 

এমনিতে বিকেলের দিকে অফিস ফেরত যাত্রীদের ভিড় থাকে মেট্রোতে। তার উপর বড়দিনের আগের দিন প্রচুর সংখ্যক মানুষ মেট্রোতে চড়েই পার্ক স্ট্রিট, ধর্মতলা এলাকায় ঘুরতে যান। ফলে আচমকা মেট্রো বিভ্রাটে বিপাকে পড়েছেন তাঁরাও। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা। 

(বিস্তারিত আসছে)

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?