কোভিডের প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবনযাত্রা। তাই এই বছর অন্যান্য বছরের তুলনায় ভিড় বেশি হওয়ার সম্ভাবনা প্রথম থেকেই ছিল। ষষ্ঠীর সন্ধ্যায় শহরের কোন রাস্তায় যানজটের অবস্থা কেমন? জেনে নেওয়া যাক -
বৃষ্টির আশঙ্কা দমাতে পারেনি বাঙালির উৎসাহকে। শহরের রাস্তায় রাস্তায় দর্শনার্থীদের ভির। ষষ্ঠী থেকেই চোখে পড়ার মতো ভিড় উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। মহালয়ার পর থেকেই শুরু হয়েছে শহর তথা রাজ্যের একাধিক বড় পুজোর উদ্বোধন। কলকাতার বেশ কিছু পুজোর উদ্বোধন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাছাড়াও ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের নানা জেলার একাধিক পুজোর। দু'বছর মহামারী পরিস্থির জন্য কার্যত নম নম করে সারা হয়েছিল দুর্গাপুজো। এই বছর অবশেষে কোভিডের প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবনযাত্রা। তাই এই বছর অন্যান্য বছরের তুলনায় ভিড় বেশি হওয়ার সম্ভাবনা প্রথম থেকেই ছিল। ষষ্ঠীর সন্ধ্যায় শহরের কোন রাস্তায় যানজটের অবস্থা কেমন? জেনে নেওয়া যাক -
গড়িয়াহাট মোড়ের কাছে রাসবিহারী অ্যাভিনিউয়ে পথ দুর্ঘটনার জেরে আপাতত বিজন সেতুর দিকে বন্ধ রাখা হয়েছে যানচলাচল। ভিআইপি রোডে যান স্বাভাবিক আছে বলেই জানা যাচ্ছে।
অন্যদিকে বেহাল অবস্থা উত্তর কলকাতার একাধিক রাস্তায় জ্যাম। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে রবীন্দ্র সরণি,বিধান সরণি এবং মুক্তারাম বাবু স্ট্রিটের এক দিকও বন্ধ আছে বলে যানা যাচ্ছে। এছাড়া সূর্য সেন স্ট্রিট, শশীভূষণ দে স্ট্রিট, বিবি গাঙ্গুলি, অরবিন্দ সরণি বন্ধ রয়েছে। সিআর অ্যাভিনিউ থেকে কলুটোলা স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ইডেন হাসপাতাল রোড, বিধান সরণিতেও বন্ধ যান চলাচল।
পুজোর মধ্যে যে কোনও রকমের অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত কলকাতা পুলিশ। বুধবার শহরের যান চলাচল নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে জনগণের সুবিধার্থে পুজো গাইড ম্যাপও প্রকাশ করেছে কলকাতা পুলিশ।
তৃতীয়া থেকেই কমবেশি জনসমাগম দেখা যাচ্ছে বিভিন্ন মণ্ডপে। এই বছর ভিড়ও অন্যান্য বছরের থেকে অনেক বেশি হবে বলে ধারণা ছিল প্রশাসনের। উদ্বোধনের পরই উপচে পড়া ভিড়ের চিত্র দেখা গিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তাই পুজোর সময় যানজট এড়াতে ও পুজোর জন্য সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয় তাই বিশেষ পুজো গাইড ম্যাপ প্রকাশ করেছে কলকাতা পুলিশ। বুধবার নিজেদের ফেসবুক পেজ থেকে এই ম্যাপের ছবি শেয়ার করে কলকাতা পুলিশ। দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবেই এই বিশেষ পদক্ষেপ কলকাতা পুলিশের।
আরও পড়ুন - বেহালা ফ্রেন্ডস-এর এবছরের থিম ‘দুর্গাযাপন’, জেনে নিন এর অর্থ কী, কী রয়েছে পুজোর বিশেষত্ব