লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ দিলেই চলবে। এই পদ্ধতিতেই বেশ কিছু শূণ্যপদ পূরণ করবে ভারতীয় রেল। এর মধ্যে রয়েছে নার্সিং সুপারিন্টেন্ডেন্ট, রেডিওগ্রাফার, ল্যাব অ্যাসিসটেন্ট, ফার্মাসিসিট, টেকনিশিয়ান কাম অপটিশিয়ান, হেমোডায়ালিসিস টেকনিশিয়ন, এইচ অ্যান্ড এম আই, পারফিউশনিস্ট।আগামী ২০-২১ জুন এই পরীক্ষা নেওয়া হবে বিআর সিংহ হাসপাতালে। সকাল দশটা থেকে চলবে ইন্টারভিউ। দেখে নেওয়া যাক কোন পদে চাকরির জন্যে কী যোগ্যতা চাওয়া হচ্ছে-
নার্সিং সুপারিংটেনডেন্ট
মোট শূন্যপদ ৪১
শিক্ষাগত যোগ্যতাঃ নার্সিংয়ে স্নাতক বা রাজ্য সরকারি যে কোনও নার্সিং কলেজে ৩ বছরের কোর্স করা থাকলে, ২০-৪০ বছর বয়েসিররা আবেদন করতে পারেন।
রেডিওগ্রাফার
মোট শূন্যপদ ২
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। রেডিওগ্রাফার সার্টিফিকেট কোর্স থাকা বাঞ্ছনীয়। বয়েস হতে হবে ১৯ থধেকে ৩৫ এর মধ্যে।
ল্যাব অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ ১০
বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে থাকা চাই মেডিক্যাল ল্যাবরোটারি টেকনোলজিতে ডিপ্লোমা।। বয়েস হতে হবে ১৮-৩৩ এর মধ্যে
ফার্মাসিস্ট
মোট শূন্যপদ ৫
দুই বছরের ডিপ্লোমা থাকলে আবেদন করা সম্ভব। বয়েস হত হবে ২০-৩৫ এর মধ্যে।
টেকনিশিয়ান কাম অপটিশিয়ান
মোট শূন্যপদ ১
অপটিমেট্রিতে ডিগ্রি কোর্স করা থাকলে আবেদন করা যাবে। বয়েস হতে হবে ১৮-৩৩ এর মধ্যে।
অপটিমেস্ট্রি হেমোডায়ালিসিস টেকনিশিয়ন
মোট শূন্যপদ ৫
হেমোডায়ালিসিসে ডিপ্লোমা আবশ্যক। বয়েস হতে হবে ২০-৩৩ এর মধ্যে।
এইচ অ্যান্ড এম আই
মোট শূন্যপদ ৬
রসায়নে স্নাতক হলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। বয়েস হতে হবে ২০ থেকে ৩৫ এর মধ্যে।
পারফিউশনিস্ট
মোট শূন্যপদ ১
২১-৪০ বছর বয়সিরা বিজ্ঞানে স্নাতক হলেই আবেদন করতে পারেন।
এই বিষয়ে বিস্তারিত জানতে আবেদন করতে হবে www.we.indianrailways.gov.in