Ekbalpur Blast: একবালপুরে জোরালো শব্দে বিস্ফোরণ, বছর ১৪-র নাবালিকা- সহ আহত একাধিক, নেওয়া হল SSKM

একবালপুরে গ্যাস সিলিন্ডার ফেটে বিকট শব্দে বিস্ফোরণ।  পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, আহতদের সংখ্যা ৪ জন। আহতদের মধ্যে একজন ১৪ বছরের নাবালিকাও রয়েছে।

 

একবালপুরে গ্যাস সিলিন্ডার ফেটে বিকট শব্দে বিস্ফোরণ ( Ekbalpur Blast) । সোমবার সন্ধ্যা নাগাদ এই বিস্ফোরণ ঘটে (Gas cylinder blast in Ekbalpur)। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন একই পরিবারের ৪ জন-সহ মোট ৫ জন। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার মেরামতির সময়েই ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। যদিও পুলিশ সূত্রে ( Ekbalpur Police) দাবি করা হয়েছে, আহতদের সংখ্যা ৪ জন। আহতদের মধ্যে একজন ১৪ বছরের নাবালিকাও রয়েছে।

সোমবার সন্ধ্যা ৬ নাগাদ একবালপুর লেনের একটি বহুতলের দোতলায় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে।  বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে মানুষ। তারপরেই দেখা যায় বহুতল ফ্ল্যাটের দোতালায় বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, দোতালায় একটি পরিবারই থাকেন। সদ্য গ্যাসের কানেকশন নিয়েছেন তাঁরা। কিন্তু ব্যবহার করতে সমস্যা হচ্ছিল বলে গ্যাসের অফিসে জানায় ওই পরিবার। সোমবার সন্ধ্যায় গ্যাস ঠিক করতে এসে এক ব্যাক্তি তাঁদের ঘরে যান। কাজ শুরু করার পরেই আচমকাই ওই বিস্ফোরণ ঘটে। ধরে যায় আগুন।গ্যাস সারাইয়ের সময় ওই কর্মী ছাড়া পরিবারের ৪ সদস্য ছিলেন দোতালায়। তাঁদের মধ্য়ে দুই জন মহিলা এবং দুইজন পড়ুয়া। সকলেই ওই বিস্ফোরণে দগ্ধ হন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় ইকবালপুর থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, আহতদের সংখ্যা ৪ জন। যদিও আহতদের মধ্যে একজন ১৪ বছরের নাবালিকাও রয়েছে। আহতদের এসএসকেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে তাঁদের বলে খবর পাওয়া গিয়েছে। 

Latest Videos

আরও পড়ুন, রাত পেরোলেই ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন-মেট্রো, বড় ঘোষণা রাজ্য সরকারের

ওই বহুতলেরই এক বাসিন্দা জানিয়েছেন, ভয়ঙ্কর শব্দ। আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। দেখি ওদের ফ্ল্যাট থেকে বাড়ির পুরুষ, মহিলা সকলে ছুটে আসছেন। একজন মিস্ত্রিও ছিলেন। সকলেই জখম অবস্থায় ছিলেন। আমরা খুব ভয় পেয়ে যাই। এমন একজন মিস্ত্রি এসেছিলেন, কিছুই জানেন না।' যদিও কীভাবে এই ভয়াবহ ঘটনা ঘটেছে, যেই মিস্ত্রি কাজে এসেছিলেন, তিনি আদৌ এই কাজে কতটা দক্ষ, কিংবা কীকরে ঘটল এই বিস্ফোরণ, কোনও সাবধানবানী কি আগে দেওয়া হয়নি, এমনই একাধিক প্রশ্ন ভিড করে এসেছে। তবে এই বিষয়ে এখনও কিছু প্রতিক্রিয়া প্রশাসনের তরফে জানানো হয়নি। পুলিশি তদন্তেই এই ঘটনার আসল সত্যিটা উঠে আসবে। এবং এসএসকেম-এ আহতরা সুস্থ হলেই বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।

Share this article
click me!

Latest Videos

'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP
'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Konnagar-এ অবৈধ জলের কারবার ফাঁস! হাতেনাতে পাকড়াও অবৈধ ব্যবসায়ীদের, দেখুন | Hooghly News Today
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |