চাকরির টোপ দিয়ে টাকা, টালিগঞ্জ থেকে গ্রেফতার ভুয়ো সিবিআই আধিকারিক

  • সিবিআই আধিকারিক সেজে প্রতারণা
  • চাকরি পাওয়ে দেওয়ার টোপ
  • ৭ লক্ষ টাকা  আত্মসাত
  • অবশেষে টালিগঞ্জ থেকে গ্রেফতার প্রতারক

সিবিআই আধিকারিক সেজে সাত লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার এক প্রতারক। ধৃতের নাম রাহুল চৌধুরী। বারাসত থানার পুলিশ টালগঞ্জির রিজেন্ট পার্ক এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।

বারাসতের বিধান মার্কেটের এক সব্জি বিক্রেতার ছেলেকে কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নাম করে সাত লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে রাহুল চৌধুরীর বিরুদ্ধে। বারাসত এলাকায় কয়েক মাস হল ভাড়া থাকছিল রাহুল। এলাকায় নিজেকে সিবিআই-এর ডিএসপি বলে পরিচয় দিত সে।  সব্জি  বিক্রেতা  অপর্ণা মজুমদার তার মাধ্যমিকে অকৃতকার্য ছেলে মিলন মজুমদারের চাকরির জন্য তার কাছে  সুপারিশ করে। কলকাতা পুলিশে চাকরির টোপ দেখিয়ে  ওই পরিবারের থেকে  দফায় দফায় প্রায় সাত লক্ষ টাকা হাতিয়ে নেয় রাজীব।  পুলিশের অন্দরমহলে তার যোগাযোগ রয়েছে বলে অপর্ণাকে আশ্বাস দেয় সে। 

Latest Videos

পরীক্ষায় পাশ না করলেও কনস্টেবলের চাকরি পেতে অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছিল রাহুল। কিন্তু সময় গড়িয়ে গেলেও চাকরি পায়নি মিলন। শেষপর্যন্ত বারাসত থানায় অভিযোগ দায়ের করে মজুমদার পরিবার। তার ভিত্তিতেই  টালিগঞ্জের রিজেন্ট পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয় রাহুল চৌধুরীকে।

Share this article
click me!

Latest Videos

'ভোট নেই, আমরাও আর নেই, তুমি আমার, আমি তোমার' মুসলিমদের বড় বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
'ভারতের নতুন কাশ্মীর পশ্চিমবঙ্গ, আমরা কী শান্তিতে থাকতে পারব?' আশঙ্কা প্রকাশ Agnimitra-র
'BJP ক্ষমতায় এলে ৩ লাখের ঘর বানিয়ে দেব' বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুর | Suvendu Adhikari Sandeshkhali
#shorts মমতাকে পুরো ধুয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shortsvideo #shortsfeed #shortsviral
মুজিবর রহমানের কোন চিহ্ন রাখতে চায় না MD Yunus, বুলডোজার দিয়ে ভাঙা হল ম্যুরাল চিত্র