শুক্রবার থেকে ই-পাস ছাড়াই মেট্রো চড়তে পারবেন মহিলারা, বড়সড় সুখবর দিল রেল

  • ই পাস ছাড়াই মেট্রো সফর করতে পারবে মহিলারা
  •  ২০ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে
  •  বয়স্ক নাগরিকদের মত এবার মহিলারাও পাবেন সুবিধা
  • বৃহস্পতিবার এমনটাই জানাল মেট্রোরেল কর্তৃপক্ষ 

Ritam Talukder | Published : Nov 19, 2020 8:31 AM IST / Updated: Nov 19 2020, 02:07 PM IST

 মহিলা মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে মহিলা মেট্রো যাত্রীদের মেট্রোতে সফর করার জন্য আর কোন ই পাস ব্যবহার করতে হবে না। বৃহস্পতিবার মেট্রোরেল এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্তের কথা। 

 

 


বয়স্ক নাগরিকদের মতো এবার সুবিধা পাবেন মহিলারাও

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে যাদের বয়স ১৫ বছরের নিচে তাদেরকেও কোন ই পাস ব্যবহার করতে হবে না, তবে স্কুলের আইডি কার্ড নিয়ে যেতে হবে তাদের।  প্রসঙ্গত গত ১৪ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। তখন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মেট্রো সফর করতে গেলে স্মার্ট কার্ড এর পাশাপাশি লাগবে ইপাস। যদি পরবর্তীতে বয়স্ক নাগরিকদের ইপাস ছাড়াই মেট্রোতে ওঠার সুবিধা দেওয়া হয়।   এবার সেই তালিকায় যুক্ত করা হল মহিলাদের। 

 

 

কটা থেকে কটা মিলবে এই সুবিধা

 ২০ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এতে মহিলা যাত্রীদের একটা বড় অংশ উপকৃত হবে বলে দাবি মেট্রো রেল কর্তৃপক্ষের। উল্লেখ্য, বেলা ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ইপাস ছাড়া মেট্রোতে যাতায়াত করার সুবিধা পাবেন মহিলারা।

Share this article
click me!