খিদিরপুরের বস্তিতে আগুন! নিমেষে ভস্মীভূত ১০ টি ঝুপড়ি

swaralipi dasgupta |  
Published : Aug 08, 2019, 02:29 PM ISTUpdated : Aug 08, 2019, 02:32 PM IST
খিদিরপুরের বস্তিতে আগুন! নিমেষে ভস্মীভূত ১০ টি ঝুপড়ি

সংক্ষিপ্ত

খিদিরপুরের ভূকৈলাশ রোডে কাটাপুকুর সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড বৃহস্পতিবার দুপুর বেলা কাটাপুকুর সংলগ্ন বস্তিতে আগুন লাগে দুপুর ১ টা নাগাদ এই বস্তিতে আগুন লাগে  এলাকার দশটি ঝুপড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়

খিদিরপুরের ভূকৈলাশ রোডে কাটাপুকুর সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার দুপুর বেলা কাটাপুকুর সংলগ্ন বস্তিতে আগুন লাগে।  

দুপুর ১ টা নাগাদ এই বস্তিতে আগুন লাগে। এলাকার দশটি ঝুপড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়ায়। জানা যাচ্ছে রান্নার স্টোভ থেকে আগুন লাগে এবং মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। 

এলাকায় দমকল পৌঁছতে বেশ সমস্যা হয়। বস্তিতে ঢোকার গলি এতই সরু যে দমকলের গাড়ি সেখানে প্রবেশ করতে পারছিল না। তখন স্থানীয় মানুষরাই আগুন নেভাতে তৎপর হন। বালতি করে জল এনে ঢালতে থাকেন। কিছুক্ষণের মধ্যে দমকলের ৪টি ইঞ্জিন এলাকায় ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

PREV
click me!

Recommended Stories

নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি
'রাজ্যের কোনও যুক্তি শুনবে না আদালত..' এই মামলায় হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতা সরকার