সল্টলেক সেক্টর ফাইভের কোল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর ভিডিওকন কোম্পানির গোডাউনে বিধ্বংসী আগুন। ভিডিওকন কোম্পানির গোডাউনটি প্রায় এক বছরেরও বেশি দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। আজ রাত দশটা নাগাদ হঠাৎ ধোঁয়া দেখতে পায় কোম্পানির নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি ভিতরে আগুন নেভানোর চেষ্টা করে তাঁরা। গোডাউনে থাকা ইলেকট্রনিক্স জিনিসে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে খবর দেওয়া হয় দমকলে।
সংগঠনের পদে নেই শোভন,কার কাছে ফোঁটা নেবেন ব্য়ক্তিগত বিষয় বললেন দিলীপ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করলেও তা নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে দমকল কর্মীদের। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। সন্তোষ ভট্টাচার্য নামে সংস্থার প্রাক্তন এক কর্মীর দাবি, মাসখানেক আগেও ওই গোডাউনের অন্য একটি অংশে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের আশঙ্কাও প্রকাশ করেছেন ওই প্রাক্তন কর্মী। ভিডিওকনের ওই কারখানায় এর আগে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো সরঞ্জাম তৈরি হতো। পরে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সেটিকে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। যদিও সবসময়ই তা তালা দেওয়া থাকত। ভিতরে মজুত করে রাখা বৈদ্যুতিন সরঞ্জাম এবং যন্ত্রপাতি মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলেই মনে করছেন দমকল কর্মীরা।