ভয়াবহ আগুন পার্ক সার্কাসে, বন্ধ শিয়ালদহ দক্ষিণের রেল পরিষেবা

arka deb |  
Published : May 29, 2019, 03:02 PM IST
ভয়াবহ আগুন পার্ক সার্কাসে, বন্ধ শিয়ালদহ দক্ষিণের রেল পরিষেবা

সংক্ষিপ্ত

আবার ভয়াবহ আগুন কলকাতায়। গত সোমবারই আগুন লেগেছিল পার্ক স্ট্রিটের এক পানশালায়। ৪৮ ঘণ্টাও পার হয়নি, এবার আগুন লাগল পার্কসার্কাসে।

আবার ভয়াবহ আগুন কলকাতায়। গত সোমবারই আগুন লেগেছিল পার্ক স্ট্রিটের এক পানশালায়। ৪৮ ঘণ্টাও পার হয়নি এবার আগুন লাগল পার্কসার্কাসে।

এদিন দুপুর দুটো নাগাদ পার্ক সার্কাস সংলগ্ন রাইফেল রেঞ্জ রোডে প্লাইউডের গুদামে আগুন লাগে। সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। একের পরে একে গোডাউন দাউ দাউ করে জ্বলতে থাকে।

এই মুহূর্তে ১২ টা ইঞ্জিন ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পৌঁছেছে। স্থানীয় মানুষের অভিযোগ দমকল সময় মতো পৌঁছলে এত বড় ক্ষতি হত না। 

ঘটনার খবর পেয়ে দমকল মাত্র দুটি ইঞ্জিন পাঠায়। হিতে বিপরীত হয় সেই জলে। আগুন আরও ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি বুঝতে পেরে দমকল আশেপাশের বাড়ি ও অফিস ফাঁকা করতে শুরু করে। ঘটনাস্থলে আসে আরও  দমকলের গাড়ি। এই গাফিলতি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক রোষ তৈরি হয়েছে। শেষ পাওয়া খবরে  পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ২৫টি দোকান।

ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে   রেললাইন লাগোয়া হওয়ায় এই মুহূর্তে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এর জেরে নাকাল হতে হবে অন্তত কয়েক লক্ষ যাত্রীকে। 

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?