বৈশাখীর মলে ভয়াবহ আগুন, বেসমেন্টে বিস্ফোরণের শব্দ

  • এবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল সল্টলেকের বৈশাখী মলে।
  • বেসমেন্টের আগুনের ধোঁওয়ায় ছেয়ে গিয়েছে আকাশ।
  • বেসমন্টের ভিতরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
  • ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়েই আগুন লাগতে পারে বলে অনুমান দমকলের।

Tapas Dutta | Published : Oct 3, 2019 11:51 AM IST / Updated: Oct 03 2019, 05:35 PM IST

এবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল সল্টলেকের বৈশাখী মলে। বেসমেন্টের আগুনের ধোঁওয়ায় ছেয়ে গিয়েছে আকাশ। বেসমন্টের ভিতরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বেসমেন্টে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়েই আগুন লাগতে পারে বলে অনুমান দমকলের। চারিদিকে ধোঁওয়ার কুণ্ডলীতে ভর্তি হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। 

শপিং মল থেকে বেরিয়ে আসতে গিয়ে আঘাত পেয়েছেন বেশ কয়েকজন। পুড়ে গিয়েছে বেসমেন্টের বহু গাড়ি। শপিং মলের ম্যানেজার জানিয়েছেন, ওয়েল্ডিংয়ের থেকে আগুন লাগতে পারে। তবে ফায়ার অ্যালার্ম কাজ করছে বলে জানিয়েছেন শপিং মলের কর্মীরা। তাঁরা জানান, দুপুরবেলায় হঠাৎ শপিং মল খালি করে দিতে বলা হয়। ঘটনাস্থলে পৌঁছেছেন বিধাননগররে মেয়র কৃষ্ণা চক্রবর্তী।  

Share this article
click me!