কানে কানে কথা! ববিকে ফিরিয়ে মমতার আদরের কানন ঘুমোতে চান

  • এ যেন বলিউডের জয় বীরুর গল্প।
  • একজন অনেকের চোখে খলনায়ক একজন অনেকের চোখের নায়ক।
  • দুর্দিনে মায়ের দু'জনকেই দরকার।
arka deb | Published : May 27, 2019 9:05 AM IST

এ যেন বলিউডের জয় বীরুর গল্প। একজন অনেকের চোখে খলনায়ক একজন অনেকের চোখের নায়ক।  দুর্দিনে মায়ের দু'জনকেই দরকার। তাই ঘর গোছাতে ঝড়ের দিনে ভাল-খারাপের দন্দ্ব কাটিয়ে দিতে চাইছে সকলেই।

অতীতের বিবাদ মিটিয়ে নিতে কলকাতা পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম কাছে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা স্নেহভাজন, পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে।

Latest Videos

 শোভন-বৈশাখী কান্ডে বিস্তর জলঘোলা হয়েছে। স্ত্রীয়ের সঙ্গে বিবাদ, বৈশাখীর সঙ্গে সখ্য সব মিলে শোভনের ব্যক্তিগত জীবন হাটখোলা হয়ে গিয়েছে। একটা সময়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিতিবিরক্ত হয়ে ডানা ছেঁটে দেন শোভনের। রাতাারাতি মেয়র পদ থেকে সরানো হয় শোভনকে। অভিমানী শোভন নিজেকে সবকিছু থেকেই সরিয়ে নিয়েছেন। গত ১৯ মে ভোট দিতে গিয়েও নাকের ডগায় বাড়িতে যাননি।

ইতিমধ্যে রাজ্যে নানা পটপরিবর্তন হয়েছে। প্রায় বিরোধীশূণ্য জায়গা থেকে মমতার গড়ে আজ গেরুয়া নিশ্বাস। এমন দুর্দিনে ভাঙা জল জোড়া লাগাতে মমতা বাহিনী নড়েচড়ে বসেছে। মমতা নিজে সাংবাদিক বৈঠক করে স্বীকার করে নিয়েছেন একা বোধ করছেন তিনি। 

সূত্রের খবর, এই অবস্থায় বেহালা পূর্ব কেন্দ্রের বিধায়ককে  ফোন করেছেন ফিরহাদ হাকিম। বলেছেন, 'দেখছিস তো দলের এখন দুর্দিন। মুখ ফিরিয়ে না থেকে চলে আয়।'

 উল্লেখ্য মমতার আদরের কানন নাকি এর উত্তরে বলেছেন, এখন ঘুমবো। গড়ে আগুন লেগে গিয়েছে, শোভনের ঘুম কখন ভাঙবে, লক্ষ টাকার প্রশ্ন।
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari