বাংলা দেখার জন্য মমতা আছেন, জঙ্গলরাজ কটাক্ষ নিয়ে নাড্ডাকে জবাব ফিরহাদের

  • বিজেপি-র তর্পণ রাজনীতিকে কটাক্ষ তৃণমূলের
  • ধর্ম নিয়ে রাজনীতি, অভিযোগ ফিরহাদের
  • জঙ্গলরাজ কটাক্ষ নিয়েও জে পি নাড্ডাকে জবাব

debamoy ghosh | Published : Sep 28, 2019 2:11 PM IST

ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। বিজেপি-র তর্পণ রাজনীতিকে এভাবেই কটাক্ষ করল তৃণমূল। কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এ দিন অভিযোগ করেন, মানুষের নজর ঘোরাতেই ধর্ম নিয়ে রাজনীতির পথ বেছে নিয়েছে কেন্দ্রের শাসক দল। 

মহালয়ার দিন সকাল থেকেই কলকাতায় নিহত দলীয় কর্মীদের তর্পণ কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন দলের কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা। এ রাজ্যে রাজৈনিতক হিংসায় মৃত্য়ু হওয়া দলীয় কর্মীদের পরিবারের সদস্যদের দিয়ে তর্পণের আয়োজন করা হয়েছিল বিজেপি-র পক্ষ থেকে। সেই মঞ্চ থেকেই রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন জে পি নাড্ডা। 

আরও পড়ুন- রাজ্যে জঙ্গলরাজ চলছে, বিনাশকালে বুদ্ধিলোপ পেয়েছে মমতার,দাবি নাড্ডার

বিজেপি-র এই তর্পণ রাজনীতির জবাব দিতে গিয়ে এ দিন ফিরহাদ বলেন, 'ধর্ম নিয়ে খেলা হচ্ছে। নিজের পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়। কিন্তু এখানে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। এসব অন্যায়, পাপ। কিন্তু যেহেতু এরা দেশের বেকারত্ব কমাতে ব্যর্থ হচ্ছে, জিডিপি কমে যাচ্ছে, তাই সেদিক থেকে নজর ঘোরাতেই এসব করা হচ্ছে। কিন্তু এসব করে বাংলার মানুষের হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মোছা যাবে না।'

এ দিন কলকাতায় এসে বিজেপি-র কার্যনির্বাহী সভাপতি অভিযোগ করেন, বাংলায় জঙ্গলরাজ চলছে। তার জবাব দিতে গিয়ে ফিরহাদ পাল্টা বলেন, 'জঙ্গলরাজ নয়, আসলে শান্তির, প্রগতির, উন্নতির বাংলাকে অশান্ত করছে। এনআরসি বলে মৃত্যুর মিছিল চালু করে দিল। যেখানে, সেখানে গন্ডগোল হচ্ছে। তারা অন্যায়ভাবে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। কিন্তু বাংলা উন্নতির পথে এগিয়ে যাবে। তাই ভয় পেয়ে এখানে এসে যা ইচ্ছে তাই করছে। আগে নিজেদের রাজ্যগুলো ঠিক করো। সেখানে যে অন্যায় অত্যাচার হচ্ছে, তা বন্ধ কর। বাংলা দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।'

Share this article
click me!