'দিলীপ ঘোষ চলে যাক গুজরাটে, আমরা বাংলায় ভাল আছি', ভাইফোঁটায় পাল্টা আক্রমণ ফিরহাদের

  • সোমবার ভাইফোঁটা, রাজনৈতিক মহলেও জমে উঠেছে উৎসব 
  •   বিজেপি পার্টি অফিসে  ভাইফোঁটা নিলেন দিলীপ-জয় প্রকাশ 
  • আবার অর্গানিক ক্লাবের ভাইফোঁটায় উপস্থিত ফিরহাদ হাকিম 
  •  দিলীপের 'বাংলাকে গুজরাট' বানানোর পাল্টা আক্রমণ করেন ফিরহাদ 

সোমবার ভাইফোঁটা, রাজনৈতিক মহলেও জমে উঠেছে উৎসব। হেস্টিং -এ বিজেপি পার্টি অফিসে  ভাইফোঁটা নিলেন দিলীপ-জয় প্রকাশ। আবার অর্গানিক ক্লাবের ভাইফোঁটায় উপস্থিত ফিরহাদ হাকিম। তবে শুধু ভাই ফোঁটা নিয়েই থেমে থাকেননি রাজনৈতিক নেতারা। দিলীপ ঘোষের 'বাংলাকে গুজরাট' বানানোর প্রসঙ্গে পাল্টা আক্রমণ করে ফিরহাদ বলেছেন, 'দিলীপ ঘোষ চলে যাক গুজরাটে, আমরা বাংলায় ভালো আছি। '

আরও পড়ুন, 'বাংলাকে গুজরাট বানাবে বিজেপি', রাজ্য়ে চাকরির প্রসঙ্গ তুলে বিস্ফোরক দিলীপ

Latest Videos

 

 

'বাঙালির সাজ আমার অত্যন্ত প্রিয়'


সোমবার বাঙালি সাজে সাদা ধুতি-পাঞ্জাবি পরে ভাই ফোঁটা নেন ফিরহাদ হাকিম। 'শুভ ভাইফোঁটায় আমার বাংলার সমস্ত বোনকে ভালবাসা-অভিনন্দন জানাই। পার্থনা করি, তাঁদের সুন্দর জীবনের জন্য। বাংলার সকল ভাই-বোন এক হোক-হে ভগবান, এই পার্থনা আজকের দিনে করি। বাঙালির সাজ আমার অত্যন্ত প্রিয়। কিন্তু কাজের জন্য সময় হয় না, তবে সুযোগ পেলেই এমনটা সাজি আমি। এটা আমার কাছে একটা অন্যতম দিন।  আমার নেত্রির কাছ থেকেও আমি আশীর্বাদ পাই আজকের দিনে, এটা আমার কাছে খুবই গর্বের । আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আজকে কোভিড সিচ্য়ুয়েশন, মুখে মাস্ক পরে রয়েছি। এটাও একটা ইতিহাস। পরের বছরটায় আবার মাস্ক খোলার পরেও এই অভিজ্ঞতা রয়ে যাবে। তবে আজ না হয় কাল, সেই শুভ সময়ের অপেক্ষায় সবাই রইলাম'। 

আরও পড়ুন, আজ ভাইফোঁটা, সকাল থেকেই লুচি-আলুর দমে জমজমাটি শহর

 

'দিলীপ ঘোষ চলে যাক গুজরাটে, আমরা বাংলায় ভালো আছি '

'বাংলাকে গুজরাট বানাবে বিজেপি' বলেছেন দিলীপ ঘোষ। এই প্রসঙ্গের প্রতিক্রিয়ায় ফিরহাদ হাকিম জানান, গুজরাটে ২০০০ মানুষের খুন হয়েছে। অনেকেই এনকাউন্টার হয়ে মারা গিয়েছেন। গুজরাট-উত্তরপ্রদেশ হলে ভয় হচ্ছে, এনকাউন্টারে মারা যায়। এখানে যত বড়ই অপরাধীই হোক তাঁকে কোর্টে হাজির করতে হয়। কিন্তু ওখানকার নিয়ম হচ্ছে ওরা এনকাউন্টারে মেরে দেয়। সেজন্য আমরা এটাকে গুজরাট করতে চাই না। বাংলাই রাখতে চাই বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল, পূর্ণ হোক হে ভগবান', মনে করান তিনি।   রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, বিবেকানন্দের বাংলাকে কি আমরা গুজরাটের দাঙ্গায় পরিণত করব নাকি বাংলায় বাঙালিত্ব রাখব,সেটা মানুষকে ঠিক করতে হবে। ইতিমধ্য়ে গুজরাটে ন্যানোর কারখানাও বন্ধ। ধর্মে-ধর্মে ভেদা-ভেদ করে কখনও কারখানা হয়না। বাংলায় স্টেবল এখন সরকার, সুতরাং এখানে কারখানা হবে। তাই দিলীপ ঘোষ চলে যাক গুজরাটে, আমরা বাংলায় ভালো আছি। '

আরও পড়ুন, 'তোমার চরণে দিব হৃদয় খুলিয়া', সৌমিত্রকে নিয়ে স্মৃতির শহরে পাড়ি দিলেন বাবুল সুপ্রিয়

 

 

প্রসঙ্গত, 'বাংলাকে গুজরাট বানাবে বিজেপি', বারাসাতে কর্মসূচি থেকে এমনটাই দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্য কোথাও যাতে রাজ্য়বাসীকে চাকরি পেতে ছুটতে না হয়, সেজন্য বাংলাকে গুজরাট বানাবে বিজেপি। আর সেই কথারই এবার উত্তরে দিলীপকে তীব্র আক্রমণ করলেন ফিরহাদ। 
 

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata