'আজকের দিনেই নেতাজি প্রথমবার পোর্টব্লেয়ারে জাতীয় পতাকা উত্তোলন করেন', স্মরণে দুই শিবির

 

  • ৩০ ডিসেম্বর পোর্টব্লেয়ারে  জাতীয় পতাকা উত্তোলনে নেতাজী
  • ১৯৪৩-র প্রথমবার তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন
  • নেতাজীকে স্মরণ করে বুধবার টুইট করেছে বিজেপি 
  • একইসঙ্গে শ্রদ্ধা নিবেদন করেছে রাজ্য সরকার 

Asianet News Bangla | Published : Dec 30, 2020 5:50 AM IST / Updated: Dec 30 2020, 06:01 PM IST

 '৩০শে ডিসেম্বর আজকের দিনেই নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথমবার পোর্টব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।' নেতাজীকে স্মরণ করে বুধবার টুইট করেছে বিজেপি। একইসঙ্গে শ্রদ্ধা নিবেদন করেছে রাজ্য সরকার।

'১৯৪৩ সালের এই দিনে নেতাজি সুভাষ চন্দ্র বসু  পোর্টব্লেয়ারে প্রথমবারের মতো তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন।ঐতিহাসিক অনুষ্ঠানের ৭৭তম বার্ষিকীতে মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন।  নেতাজি - এই দেশের মহান পুত্র - আমাদের অনুপ্রাণিত করে চলেছে', টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  

 

 

 

 

উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বোস যুদ্বের সময়ে জাপানিদের মিত্রশক্তি ছিলেন। ১৯৪৩ সালে অগাস্ট মাসে ঘোষণা করেণ, বছর শেষের আগেই ভারতের মাটি উপস্থিত হবে আজাদ হিন্দ ফৌজ। ১৯৪৩ সালে শেষে আজাদ হিন্দ সরকার জাপানিদের কাছ থেকে এই দ্বীপপুঞ্জের দখল নেয়। সুভাষ বোস পোর্ট ব্লেয়ারে হাজির হন ২৯ ডিসেম্বর। এবং তার পর দিনেই ৩০শে ডিসেম্বর প্রথমবার পোর্টব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাজী।

Share this article
click me!