সোনার দামে রেকর্ড পতন কলকাতায়, জেনে নিন দাম কমল কত

  • ইরান আমেরিকা যুদ্ধং দেহি আবহের মাঝে উঠছিল সোনার দাম
  • কলকাতায় ১০ গ্রাম সোনার দাম বেড়ে গিয়েছিল অনেকটাই 
  • দুদিন যেতে না যেতেই মহানগরে রেকর্ড পতন ঘটল সোনার দামে
  •  কলকাতায় ১০ গ্রাম সোনার দাম কমল  ১১৪০ টাকা

ইরান আমেরিকা যুদ্ধং দেহি আবহের মাঝে চড়চড়িয়ে উঠছিল সোনার দাম। কলকাতায় এক লাফে ১০ গ্রাম সোনার দাম বেড়ে গিয়েছিল অনেকটাই। কিন্তু দুদিন যেতে না যেতেই মহানগরে রেকর্ড পতন ঘটল সোনার দামে। কলকাতায় ১০ গ্রাম সোনার দাম কমল  ১১৪০ টাকা। যার জেরে তড়িঘড়ি সোনার দোকানমুখী হল ক্রেতারা। 

আমেরিকা ইরানে হামলা চালানোর দিনই কলকাতায় বেড়ে গিয়েছিল সোনার দাম। বুধবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৪০,৪৯০ টাকা। সেটা কমে বৃহস্পতিবার হয়েছে ৩৯,৩৫০ টাকা। একই ভাবে কমেছে ২৪ ক্যারাট সোনার দাম। একদিনে ১,০৩০ টাকা কমে বৃহস্পতিবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৪০,৭৫০ টাকা। এমনিতে সেনসেক্স কমলে সোনার বাজার দর বাড়ে। এরকমই একটা ধারণা রয়েছে সাধারণ মানুষের মধ্য়ে। কারণ সেনসেক্সের পতল হলে সোনাকেই ভবিষ্য়ৎ মূলধন হিসাবে আকড়ে ধরেন ক্রেতারা। এবারও তার ব্য়তিক্রম হয়নি।

Latest Videos

বিশ্ব বাজারের পরিসংখ্য়ান বলছে,গত পাঁচ মাস ধরে বেড়েই চলেছিল সোনার দাম। এক সময় যার জেরে ভারতে সোনার চাহিদা বিপুলভাবে কমে যায়। বেগতিক দেখে বিয়েতেও সোনার জিনিসের পরিবর্তে নগদ উপহার বাড়তে থাকে। যদিও কলকাতার ব্যবসায়ীরা আশা করেছিলেন,পৌষ মাস পড়ার আগে সোনার চাহিদা বাড়বে। কারণ পৌষ মাসে হিন্দু শাস্ত্র মতে বিয়ে হয় না।

সেকারণে পৌষের আগেই বিয়ের অলঙ্কার বা সোনার জিনিসপত্র কিনে রাখবেন অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত সোনার দাম বেশি থাকায় সেপথে হাঁটেনি কলকাতা। দিওয়ালি, ধনতেরসেও আশানুরূপ কেনাকাটা হয়নি। সম্প্রতি ইরানে মার্কিন আক্রমণে সোলেমানির মৃত্যুর পরে সোনার দাম বাড়তেই থাকে। আশা করা হয়েছিল,সোনার এই মূল্যবৃদ্ধির গতি একই রকম থাকবে। কিন্তু দেখা গেল, হঠাৎ ছন্দপতন সোনার দামে। 

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News