অভিনব উপায়ে সোনা পাচার, কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার যুবক

Published : Feb 18, 2020, 01:28 PM IST
অভিনব উপায়ে সোনা পাচার, কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার যুবক

সংক্ষিপ্ত

ফের অভিনব  উপায়ে, সোনা পাচার  রিফিল,স্ক্রাবার,পেস্তায় ভরে সোনা পাচার  কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার যুবক  উদ্ধার করা হয় প্রায় এক কিলোগ্রাম সোনা   

ফের অভিনব  উপায়ে সোনা পাচারে। মার্কার পেনের রিফিল, মহিলাদের ফেসিয়াল স্ক্রাবার, তালা এবং পেস্তার মধ্যে সোনা নিয়ে এসে কলকাতায় ধরা পড়েছেন এক যুবক। শুল্ক কর্তাদের দাবি, তাঁদের চোখে ধুলো দেওয়ার এ একেবারে নতুন পদ্ধতি। তবে এত চেষ্টা সত্ত্বেও অবশ্য শেষরক্ষা হয়নি। এক্স-রে করে প্রথমে পেনের ভিতরে সোনার কথা জানা যায়। তা থেকেই সন্দেহ হয় কলকাতা বিমানবন্দরের শুল্ক অফিসারদের। তল্লাশিতে বেরিয়ে পড়ে বিপুল পরিমান লুকোনো সোনা। এরপরেই গ্রেফতার করা হয় ওই যুবককে। 

আরও পড়ুন, 'বড় অভিমান নিয়েই চলে গেলেন তাপসদা', মন খুললেন ঋতুপর্ণা

সূত্রের খবর, প্রায় এক কিলোগ্রাম সোনা দুবাই থেকে পাচার করতে গিয়ে ধরা পড়েন নদিয়ার ওই যুবক। তিনি মাঝেমধ্যেই ব্যবসার কাজে বিদেশ যান। দফায় দফায় জেরায় অভিযুক্ত জানিয়েছেন, দুবাইয়ের এক ব্যক্তি কিছু টাকার বিনিময়ে একটি ব্যাগ তাঁকে দিয়েছিলেন। কলকাতা বিমানবন্দরে তাঁর এক আত্মীয় এসে যুবকের থেকে ব্যাগটি নিয়ে যাবেন। সেই ব্যাগের ভিতর থেকেই মিলেছে এই সব চোরাই সোনা। শুল্ক দফতর সূত্রের খবর, খোলার ভিতর থেকে পেস্তা বার করে সেখানে সেই পেস্তার আকারের সোনা বানিয়ে তা রেখে আঠা দিয়ে খোলা আটকে দেওয়া হয়েছিল। কাজু, কিসমিসের সঙ্গে সেই পেস্তার প্যাকেট পাঠানো হয়েছিল ওই ব্যাগে। 

আরও পড়ুন, 'স্তম্ভিত এবং শোকাহত', শোকবার্তায় তাপসকে তৃণমূল পরিবারের সদস্য বললেন মমতা

এই ঘটনায় এক শুল্ক কর্তা জানিয়েছেন, সোনা পাচারের জন্য পাচারকারীরা এখন অনেক খাটাখাটনিও করছে। উদাহরণ দিয়ে ওই কর্তা জানিয়েছেন, নতুন ছোট আকারের তালায় যেখানে চাবি ঢোকানো হয়, সেই অংশটি খুলে ওই মাপের সোনা ঢোকানো ছিল। আবার তালার উপরের অংশ যেখান দিয়ে ভিতরে ঢুকে লক হয়ে যায়, সেই অংশও বদলে ফেলা হয়েছিল সোনা দিয়ে। উল্লেখ্য়, অপর দিকে, মহিলাদের মুখ পরিষ্কার করার যে স্ক্রাবার রয়েছে, তার ভিতর দিকে লুকোনো ছিল সোনার দানা। আর মার্কার পেনের ভিতরে রিফিলের মাপের সোনার রড বানিয়ে তাও লোকানো ছিল ব্যাগে। তবে বারবার অভিনব উপায়ে সোনা পাচারের ঘটনায় রীতিমত সতর্ক প্রশাসন।

PREV
click me!

Recommended Stories

Today live News: মাঘের শুরুতেই রাজ্যজুড়ে কমবে শীতের আমেজ! কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Samik Bhattacharya : বেলডাঙা জ্বলছে কেন? দায়ী কে? শমীক ভট্টাচার্যের বড় দাবি! দেখুন