বুধবার থেকেই কলকাতায় চলবে বাস-অ্যাপ ক্যাব, দেখে নিন কোন কোন রাস্তায় মিলবে পরিষেবা

Published : May 12, 2020, 11:57 AM ISTUpdated : May 12, 2020, 12:02 PM IST
বুধবার থেকেই কলকাতায় চলবে বাস-অ্যাপ ক্যাব, দেখে নিন কোন কোন রাস্তায়  মিলবে পরিষেবা

সংক্ষিপ্ত

লকডাউনে এবার দেখা পাওয়া যাবে বাসের কলকাতায় বুধবার থেকে রাস্তায় নামছে সরকারি বাস ১৫টি রুটে সরকারি বাস চালাবে রাজ্য পরিবহণ নিগম  স্বাস্থ্য়বিধি মেনেই চালানো হবে এই বাস পরিষেবা  

লকডাউনে এবার দেখা পাওয়া যাবে বাসের। খাস কলকাতায় বুধবার থেকে রাস্তায় নামছে সরকারি বাস ও অ্যাপ ক্য়াব। আপাতত ১৫টি রুটে সরকারি বাস চালাবে রাজ্য পরিবহণ নিগম ৷ তবে নিগমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য়বিধি মেনেই চালানো হবে এই বাস পরিষেবা। নিয়ম অনুসারে একটি বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। কন্টেইনমেন্ট জোনে চালানো যাবে না বাস-অ্যাপ ক্যাব ৷ 

একবার দেখা নেওয়া যাক কোন কোন রুটে পাওয়া যাবে এই বাস পরিষেবা....

১) হাওড়া থেকে কামালগাজি (S24) ২) হাওড়া থেকে নিউটাউন (S12) ৩)হাওড়া থেকে গড়িয়া (S7, S5) ৪)হাওড়া থেকে ঠাকুরপুকুর (S12D) ৫)হাওড়া থেকে বারুইপুর (C26) ৬)এসপ্ল্যানেড থেকে আমতলা (C37) ৭)ডানলপ থেকে বালিগঞ্জ (S9A) ৮)যাদবপুর থেকে করুণাময়ী (S9) ৯)জোকা থেকে বারাসত (C8) ১০)উল্টোডাঙা থেকে সল্টলেক (ST7) ১১)বারাসত থেকে গড়িয়া (S37) ১২)টালিগঞ্জ করুণাময়ী থেকে নিউটাউন (ST6)

পাশাপাশি বুধবার থেকেই কলকাতায় চালু হচ্ছে অ্যাপ ক্যাব পরিষেবা ৷ তবে স্বাস্থ্য়বিধি মেনে কোনওভাবেই অ্যাপ ক্যাবে ২ জনের বেশি যাত্রী নিতে পারবেন না চালক। চালকের পাশে নেওয়া যাবে না কোনও যাত্রী। পিছনের আসনেই দূরত্ব মেনে বসতে হবে ২ যাত্রীকে ৷ তবে অ্যাপ ক্যাবে যাতায়াতে লাগবে ই-পাস ৷ প্রতিটি ক্যাবে মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড বাধ্যতামূলক ৷ ক্যাবের তরফে দিতে হবে স্যানিটাইজার ৷

আপাতত অ্যাপ ক্যাব চলবে কলকাতা, বিধাননগর, ব্যারাকপুর, হাওড়া সিটি পুলিশ এলাকাতেও ৷ তৃতীয় পর্যায়ে লকডাউনের মেয়াদ বাড়ার সময়ে পরিবহণের ক্ষেত্রে কিছু ছাড় দেয় রাজ্য সরকার ৷ সেই মতোই বুধবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে বাস-ট্যাক্সি সার্ভিস ৷

PREV
click me!

Recommended Stories

এবার স্লিপার বন্দে ভারতে মাত্র এক ঘন্টা আঠারো মিনিট! পৌঁছে যাবেন কলকাতা থেকে মায়াপুর
সপ্তাহের শেষে খেল দেখাবে শীত! সরস্বতী পুজোতে বৃষ্টির আশঙ্কা? আপডেট দিল আলিপুর