করোনা আক্রান্ত আধিকারিকের মা, জানতেই কলকাতায় ইউকো ব্যাঙ্কের একটি শাখা বন্ধ করল স্বাস্থ্যভবন

  • ব্যাঙ্ক আধিকারিকের মা করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি 
  •  এটা জানতে পেরেই গোটা ব্যাঙ্ক শাটডাউন করে দিল কর্তৃপক্ষ  
  • ঘটনাটি ঘটেছে ইউকো ব্যাঙ্কের, লালা লাজপত রায় সরণি শাখায় 
  • ইতিমধ্য়েই সংশ্লিষ্ট আধিকারিক ও তাঁর পরিবারকে কোয়ারেন্টিনে 

Ritam Talukder | Published : Apr 10, 2020 11:28 AM IST

ব্যাঙ্ক আধিকারিকের মা করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি।  তা জানতেই গোটা ব্যাঙ্ক শাটডাউন করে দিল কর্তৃপক্ষ।  ঘটনাটি ঘটেছে ইউকো ব্যাঙ্কের ভবানীপুরের লালা লাজপত রায় সরণি শাখায়।
 
আরও পড়ুন, এমআর বাঙ্গুরের আইসোলেশন ওয়ার্ডে ৫ রোগীর মৃত্যু, কারণ জানতে অপেক্ষা নমুনা পরীক্ষার রিপোর্টের


জানা গিয়েছে, ব্যাঙ্কের এক আধিকারিকের মা করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে শহরেরই এক হাসপাতালে চিকিৎসাধীন। সে খবর সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে পৌঁছতেই তাঁরা যোগাযোগ করেন স্বাস্থ্য ভবনে। প্রশাসনিক পর্যায়ে কথাবার্তার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ ব্রাঞ্চ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রশাসনিক ভাবে পুলিশ উদ্যোগ নেয়। বৃহস্পতিবার রাতেই সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয় ওই ব্রাঞ্চ। ইতিমধ্য়েই ওই আধিকারিক ও তাঁর পরিবারকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তালিকা তৈরি করা হচ্ছে ওই ব্রাঞ্চে কাজ করা অন্যান্য কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের নামের। একইসঙ্গে ওই ব্যাঙ্কে যে সমস্ত গ্রাহকরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন, রাজ্যেই বানাবে এবার করোনার ওষুধ, হাইড্রক্সিক্লোরোকুইন তৈরী করবে 'বেঙ্গল কেমিক্যাল'

কর্মচারী আন্দোলনের নেতা সঞ্জয় দাস বলেন, 'আমরা এই বিষয়টা বারংবার সাবধান করছি। ব্যাঙ্ক খোলা থাকলে মানুষ আসবেন। এদিকে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে না। যা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে। তাই আমরা সকলকে অনুরোধ করছি, প্রশাসনকে অনুরোধ করছি, সাধারণ গ্রহিতাদের অনুরোধ করছি গোটা বিষয়টাকে আপনারা মেনে চলুন।' 
 

 

এনআরএস-র আরও ৪৩ জন স্বাস্থ্য কর্মীর রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ

করোনার রোগী সন্দেহে বৃদ্ধকে বেধড়ক মার, স্যালাইনের চ্যানেল করা হাতে দড়ি পড়ালো মানিকতলাবাসী

করোনায় আক্রান্ত এবার কলকাতার ২ ফুটপাথবাসী, হোম কোয়ারেন্টাইনে উদ্ধারকারীরা


 

Share this article
click me!