ভারী বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা, সন্ধ্যের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Published : Sep 05, 2022, 06:04 PM IST
ভারী বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা, সন্ধ্যের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

সংক্ষিপ্ত

সোমবার দুপুরে আসা খবর অনুযায়ী সন্ধ্যের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। কলকাতা ছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

সন্ধ্যের মধ্যেই ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার অবশ্য সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। এদিন দুপুরে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। 
সোমবার দুপুরে আসা খবর অনুযায়ী সন্ধ্যের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। কলকাতা ছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নদীয়া, মুর্শিদাবাদ, নদীয়া, ঝাড়গ্রামের পাশাপাশি আরও বেশ কয়েকটি জেলায়। 
আলিপুর সূত্রে খবর দক্ষিণবঙ্গের দুটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক হল বীরভূম অপরটি মুর্শিদাবাদ। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 

আরও পড়ুনবৃষ্টির দাপটে ভাসবে পুজোর বাজার? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?  


হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় সেখানে অবশ্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত কমতে পারে বলে জানানো হয়েছে। 
দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারী, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পাশাপাশি চলবে বজ্রপাতও। স্থানীয়দের বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

আরও পড়ুনভাদ্রের পচা গরম থেকে কি রেহাই পাওয়া যাবে ছুটির দিনে? জানুন কী বলছে হাওয়া অফিস

PREV
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা বাড়ানোর সিদ্ধান্ত? নয়া আপডেট
বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?