স্বামী- মেয়েকে রেখে ঘর ছাড়লেন বধূ, বাইপাসে ফেলে গয়না নিয়ে চম্পট প্রেমিকের

  • প্রেমিককে বিশ্বাস করে প্রতারিত বধূ
  • মাঝপথে দাঁড় করিয়ে চম্পট প্রেমিকের
  • পাঁচ লক্ষ টাকার গয়না নিয়ে উধাও যুবক
  • প্রতারক যুবককে গ্রেফতার করল পুলিশ

ছোট্ট মেয়ে, স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন ৩৬ বছর বয়সি গৃহবধূ। কিন্তু  প্রেমিকের ফন্দি ঠিক কী, সেটা আন্দাজও করতে পারেননি তিনি। যখন বুঝলেন, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মাঝরাস্তায় দাঁড় করিয়ে গৃহবধূর নিয়ে আসা পাঁচ লক্ষ টাকা মূল্যের গয়না নিয়ে চম্পট দেয় সেই প্রেমিক। পরে অবশ্য তাকে বারুইপুর থেকে গ্রেফতার করে পুলিশ। 

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, এমনই প্রতারণার শিকার হয়েছেন লেক টাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা এক গৃহবধূ। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তিনি জানান, গতবছর অগাস্ট মাসে ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। কিছুদিন কথাবার্তার পর দু'জনে মোবাইল নম্বর বিনিময় করেন। গৃহবধূর দাবি, নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিয়েছিল ওই যুবক। ধীরে ধীরে যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। শেষ পর্যন্ত শিশুকন্যা এবং স্বামীকে ছেড়ে ওই যুবকের সঙ্গেই নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন ওই গৃহবধূ। 

Latest Videos

বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার সোনা এবং রুপোর অলঙ্কার নিয়ে বেরিয়ে আসেন ওই গৃহবধূ। ই এম বাইপাসে এক জায়গায় দেখা করেন দু' জনে। অভিযোগ, তখনই ওই প্রেমিক এসে বলে, গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন সবকিছু জেনে গিয়েছেন। তাঁরা তার বাড়িতে গিয়ে গন্ডগোল শুরু করেছেন বলেও দাবি করে ওই প্রেমিক। তখন কিছুক্ষণের জন্য গৃহবধূকে ওই জায়গায় অপেক্ষা করতে বলে চলে যায় ওই যুবক। যাওয়ার আগে তার থেকে অলঙ্কারগুলি চেয়ে নেয় ওই প্রেমিক। সে যুক্তি দেয়, ই এম বাইপাসের ধারে অত মূল্যবান জিনিস নিয়ে গৃহবধূর একা দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। প্রেমিকের কথায় বিশ্বাস করে তার হাতে অলঙ্কার তুলে দেন ওই গৃহবধূ।

এর পর প্রায় চার ঘণ্টা ওই গৃহবধূ অপেক্ষা করলেও তাঁর প্রেমিক আর ফেরেনি। নিজের মোবাইল ফোনও বন্ধ করে দেয় সে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এর পর পুলিশের দ্বারস্থ হন ওই গৃহবধূ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোন ট্র্যাক করেই বারুইপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। ভুয়ো পরিচয়পত্র দিয়ে ওই যুবক মোবাইলের সিম নিয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।   

Share this article
click me!

Latest Videos

২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari