চিন্তার মেঘ শেষদিনেও, দশমীতেও জারি থাকবে বৃষ্টি

  • সাত সকালে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই বৃষ্টি।
  • নবমীতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলল বৃষ্টির প্রকোপ।
  • ফলে সকাল সকাল পুজো দেখার ভিড়ে বাদ সাধল বৃষ্টি।

সাত সকালে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই বৃষ্টি। নবমীতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলল বৃষ্টির প্রকোপ। ফলে সকাল সকাল পুজো দেখার ভিড়ে বাদ সাধল বৃষ্টি।

দেবী আরাধনায় পিছু নিয়েছে বৃষ্টি। পেঁজা তুলোর বদলে আকাশে উড়ে বেড়াচ্ছে কালো মেঘ। পুজোর ভিড়ে দর্শনার্থীদের মাঝেই উপচে পড়ছে বৃষ্টির ঘনঘটা। নবমীর সকাল বলছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজেছে পশ্চিম মেদিনীপুর,পূর্ব বর্ধমানে, উত্তর ২৪ পরগনা এমনকী নদিয়ায় বিস্তীর্ণ অঞ্চল। আবহাওয়া অফিস বলছে, মায়ের বিদায়ের দিনেও রাজ্যজুড়ে জারি থাকবে বৃষ্টি। দশমীতেও  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। বৃষ্টির হানাদারি থেকে বাদ যাবে না কলকাতাও। কলকাতা ছাডা়ও কলকাতা সংলগ্ন বেশকিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে।

Latest Videos

তবে হাওয়া অফিস জানিয়েছে,কলকাতায় বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। সেক্ষেত্রে সকালে মাকে দেখে নিতে পারবেন দর্শনার্থীরা। দশমীতে বৃষ্টি হলে এমনিতেই দেবী বিসর্জন দিতে সমস্যার সৃষ্টি হবে। পিচ্ছিল পরিবেশে ঠাকুর নামাতে বিপত্তি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। ইতিমধ্যেই গঙ্গায় ঠাকুর বিসর্জন দেওয়া নিয়ে আপত্তি তুলেছে কেন্দ্র। এ বিষয়ে রাজ্য় সরকারের কাছে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

কবে থেকে অ্যাকশন শুরু Bangladesh-এর বিরুদ্ধে? খোলসা করলেন Suvendu Adhikari
২০১৭ থেকে এদেশে...নথি জাল করে দেওয়ার অভিযোগে গ্রেফতার TMC কর্মী | Bangladeshi Arrest | Nadia News
খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today