পুলিশের জালে 'ভগবান', পাচারের আগেই উদ্ধার

  • পাচারের আগেই উদ্ধার করা গেল
  • রায়দিঘি থেকে উদ্ধার বহু মূল্যবান প্রাণ
  • ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্র
  • কীভাবে রাজ্য হয়ে বিদেশে চলছিল পাচার

পাচারের আগেই উদ্ধার করা গেল। রায়দিঘি থেকে বহু মূল্যবান তক্ষক উদ্ধার করল পুলিশ। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রায়দিঘির চুপড়িঝেড়ায় হানা দেয় পুলিশ। ধরা হয় দুই সন্দেহভাজন বক্তিকে। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয় ওই তক্ষক। ধৃত দুই ব্য়ক্তির নাম নুর আলম বৈদ্য ও ভগবান পাত্র। 

জেরায় ধৃতরা জানিয়েছে,রাজ্যের বাইরে পাচারের উদ্দেশ্যে এই তক্ষক নিয়ে যাচ্ছিলেন তারা। গ্রেফতার করার পর তাদের বিরুদ্ধে বন্যপ্রাণ সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অনুমান, আন্তর্জাতিক বাজারে পূর্ণবয়স্ক এই তক্ষকের দাম কয়েক লক্ষ টাকা হবে। চিন , থাইল্যান্ড ছাড়াও উপমহাদেশে তক্ষকের বিশাল চাহিদা রয়েছে। অনেকের ধারণা, বিশাল অঙ্কে এই তক্ষক বিক্রি হয় আন্তর্জাতিক বাজারে।  মূলত, যৌন উত্তেজনামূলক ওষুধ বানাতে এই তক্ষক কাজে লাগে বলে বিশ্বাস চিনের। অনেক ক্ষত্রে তক্ষকের গা থেকে এক ধরনের তেল পাওয়া যায় বলে ধারণা অনেকের। মানুষের আয়ু বাড়াতেও এই তক্ষক কাজে লাগে বলে বিশ্বাস করে থাইল্যান্ডের মানুষ। সেখানে অনেক ক্ষেত্রে চিনে ধনীদের বাড়িতে তক্ষক পোষার চল রয়েছে। 

Latest Videos

সূত্রের খবর, বাংলা থেকে উত্তরপূর্বের রাজ্য হয়ে চোরা পথে চিনে চলে যায় এই সরীসৃপ। বেশিরভাগ ক্ষেত্রেই আন্তর্জাতিক বাজারে তক্ষক পৌঁছে দিতে কাজে লাগানো হয় বিদেশের নেটওয়ার্ক। বাংলার চোরাপাচারকারীরা কয়েক লক্ষ টাকা পেলেও আন্তর্জাতিক বাজারে এই তক্ষকের মূল্য ১০ লক্ষ টাকার বেশি। তাই অন্যান্য বন্যপ্রাণী ছেড়ে তক্ষক পাচারের দিকে ঝুঁকছে চোরা পাচারকারীরা।


 

Share this article
click me!

Latest Videos

'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M