সকালবেলা অফিস টাইমে ব্যস্ত হাওড়া স্টেশন চত্বর। তারই মাঝে হঠাৎ ঘটে বিপত্তি। আচমকাই সিলিং থেকে ভেঙে পড়ে লোহার বিম। ঘটনায় গুরুত্বর আহত হন একজন মহিলা।
নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার প্যাসেঞ্জার, হাওড়ায় প্রতিমুহূর্তে ব্যস্ততার ছবিটা প্রকট। এমনই অবস্থায় যদি এই প্রকার বিপত্তি ঘটে তবে হতাহত নিশ্চিত। সোমবার এক নম্বর প্ল্যাটফর্মের সামনে থাকা টিকিট কাউন্টারের সামনের ভিরটা ছিল প্রতিদিনের মতই। এমন সময় সিলিং থেকে পলেস্তরা খসে পড়তে শুরু করে, আর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই মাথার ওপর ভেঙে পড়ে লোহার বিম। তৎক্ষণাৎ যত্রতত্র সরে গিয়ে কোনক্রমে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা। তাও হল না শেষ রক্ষা, বেশ কয়েকজন যাত্রী আহত হন এই ঘটনায়। একজন মহিলা মাথায় গুরুত্বর চোট পান, তড়িঘড়ি তাকে হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রেল কর্তৃপক্ষের উদ্যোগে এখন ঘটনা স্থলে পৌঁচ্ছে যায় পুলিশ, বর্তমানে পুলিশ এসে জায়গাটি বন্ধ করে রেখেছেন। তবে সাধারণ যাত্রীদের মতে কর্তৃপক্ষের এই বিষয় সতর্ক হওয়া উচিৎ, সময় মত মেরামত করলে এই ধরনের বিপত্তি এড়িয়ে চলা সম্ভব।