এটা বিবৃতির সময় নয়, ত্রাণ দুর্নীতি নিয়ে মমতাকে খোঁচা রাজ্যপালের

Published : Jun 27, 2020, 08:11 PM IST
এটা বিবৃতির সময় নয়, ত্রাণ দুর্নীতি নিয়ে মমতাকে খোঁচা রাজ্যপালের

সংক্ষিপ্ত

ফের মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে বাক্যবান শানালেন রাজ্য়পাল ত্রাণ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন রাজ্য়পাল  টুইটারে রাজ্য়পাল বলেন, ত্রাণ দুর্নীতি নিয়ে জেরবার রাজ্য়বাসী   ত্রাণ দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, উল্টে বিবৃতি দিচ্ছেন মমতা  

ফের মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে বাক্যবান শানালেন রাজ্য়পাল জগদীপ ধনখড়। এবার সেই ত্রাণ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন রাজ্য়পাল। টুইটারে রাজ্য়পাল বলেন, ত্রাণ দুর্নীতি নিয়ে জেরবার রাজ্য়বাসী। আমফানের পর ত্রাণ দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টে বিবৃতি দিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। 

আমফান ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে গোটা রাজ‍্য। শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। শনিবার রাজ্যপাল জগদীপ ধনকড় টুইটারে জানিয়েছে, ত্রাণ সামগ্রী বিতরণে যে দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। এখন আলোচনা বা বিবৃতি দেওয়ার সময় নয়। পাশাপাশি যারা অন্যের প্রাপ্য ছিনিয়ে নিয়েছেন তাদের শাস্তি দিতে পদক্ষেপ করুন। কেউ অন্যায় করতে সাহায্য করছেন তাদেরও কাঠগড়ায় তুলতে হবে। ত্রাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে  চরম কুঠারাঘাত হলে তবেই মানুষের মনে ক্ষোভ কমবে। সঠিক ত্রাণ বিলি তখনই কার্যকর হবে। 

তবে এই প্রথমবার নয়। এর আগেও করোনা ও রাজ্য়ের রেশন দুর্নীতির জন্য় মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন রাজ্য়পাল। বার বার রাজ্য়পাল বলেছেন, মুখ্যমন্ত্রীর জন্যই রেশন দুর্নীতি করেও পার পেয়ে গিয়েছে তৃণমূলের লোকজন। এমনকী করোনায় তথ্য লুকোনো নিয়েও মমতাকে একহাত নিয়েছিলেন রাজ্য়পাল। যা নিয়ে বহুবার মুখ্যমন্ত্রীর সঙ্গে পত্রাঘাত হয়েছে রাজ্যপালের।

PREV
click me!

Recommended Stories

Messi Kolkata : অবশেষে অপেক্ষার অবসান! 'সিটি অফ জয়'-এ পা রাখলেন বিশ্বজয়ী লিওনেল মেসি
প্রকাশিত নতুন নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ের তালিকা, জোড়া আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি