কলকাতায় ফের গ্রেফতার জেএমবি জঙ্গি, ইজাজের পরে জালে আরও এক

Published : Sep 02, 2019, 05:29 PM IST
কলকাতায় ফের গ্রেফতার জেএমবি জঙ্গি, ইজাজের পরে জালে আরও এক

সংক্ষিপ্ত

কলকাতায় গ্রেফতার আরও এক জেএমবি জঙ্গি ধৃত জঙ্গির নাম আবুল কাশেম ক্যানাল ইস্ট রোড থেকে গ্রেফতার করে পুলিশ 

কলকাতা থেকে ফের গ্রেফতার এক জামাত জঙ্গি। সোমবার কলকাতার ক্যানাল ইস্ট রোড থেকে আবুল কাশেম নামে ওই জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। কয়েকদিন আগেই ইজাজ আহমেদ বলে আরও এক জেএমবি জঙ্গিকে বিহারের বুনিয়াদপুর থেকে গ্রেফতার করেছিল এসটিএফ। এ রাজ্যে জেএমবি-র দায়িত্বে ছিল ইজাজ। 

পুলিশ সূত্রে খবর, ইজাজকে জেরা করেই খোঁজ মিলেছে আবুল কাশেমের। গ্রেফতারের পর এ দিনই ওই জঙ্গিকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। আদালত তাকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। 

ধৃত আবুল কাশেমের কাছ থেকে বেশ কিছু জেহাদি নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। কাশেমের সঙ্গে খাগড়াগড় কাণ্ডে অন্যতম মূল মাথা কওসরের নিয়মিত যোগাযোগ ছিল। অন্তত এগারোজন জঙ্গিকে কাশেম  এ রাজ্যে ঢুকিয়েছিল বলে সূত্রের খবর। ধৃতকে জেরা করে সেই সমস্ত জঙ্গির খোঁজ পেতে চাইছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

রাজ্য পুলিশের ডিজি নিয়োগ, ২৩ জানুয়ারির মধ্যে রাজ্যকে প্রস্তাব পাঠানোর নির্দেশ ক্যাট-র
Lakshmir Bhandar: বিধানসভা ভোটের আগে বন্ধ করা হবে কয়েক হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট?