সৌভাগ্যের প্রতীক সোনা, ধনতেরাসের দিনে কলকাতায় কোথায় পৌঁছল দর

  • ধনতেরাসের দিন সোনার দাম আকাশ ছোঁয়া 
  • ভারতীয়রা আজকের দিনে সোনা বা রূপো কিনতে চান 
  • সম্ভব না  হলে কোনও ধাতুর জিনিস কেনেন ভারতীয়রা 
  • কলকাতায় যোগানের থেকে চাহিদা বেশি হয়ে গেছে সোনার 
Tamalika Chakraborty | Published : Oct 25, 2019 1:37 PM IST

আজকে ধনতেরাস। ঘরে ধন ঐশ্বর্য  যাতে আসে, সেই কারণে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে কলকাতার মানুষ আজকের দিনে সোনা বা রূপো কিনতে চায়। একান্ত সামর্থ্য না থাকলে আজকের দিনে কোনও না কোনও ধাতুর বাসন বা জিনিস কেনেন। কিন্তু গত কালকের থেকে আজকে সোনার দাম অনেকটা বেড়ে গিয়েছে। সোনার দাম কখন বাড়বে আর কখন কমবে, সেই  বিষয়ে আগে থেকে কিছুই বলা যায় না। তবে প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছে, কলকাতায় চাহিদার সঙ্গে যোগানের সামঞ্জস্য না থাকার কারণে সোনার দাম বেড়ে গিয়েছে। 

২২ ক্যারট সোনার দাম গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কী ছিল আর আজকে কী আছে দেখে নেওয়া যাক। ১ গ্রাম সোনার ২৫অক্টোবর মানে আজকে দাম ৩,৭৯৯টাকা। বৃহস্পতিবার এর দাম ছিল ৩,৭৭৭টাকা। একদিনে বেড়েছে ২২টাকা। ৮ গ্রাম সোনার দাম আজকে থিল ৩০,৩৯২টাকা। গত কাল এই পরিমাণ সোনার দাম ছিল ৩০, ২১৬ টাকা। একদিনে ১৭৬ টাকা বেড়েছে। আজকে ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৭,৯৯০টাকা। গতকাল ছিল ৩৭,৭৭০টাকা। ২২০টাকা বেড়েছে। ১০০ গ্রাম সোনার আজকে দাম ৩,৭৯,৯০০ টাকা। গতকাল এর দাম ছিল ৩,৭৭, ৭০০টাকা। একদিনে বেড়েছে ২,২০০টাকা। 

Latest Videos


২৪ ক্যারট সোনার দাম গত কাল অর্থাৎ বৃহস্পতিবার  কী ছিল আর আজকে কী আছে দেখে নেওয়া যাক। ১ গ্রাম সোনার ২৫অক্টোবর মানে আজকে দাম ৩,৯৪১ টাকা। বৃহস্পতিবার এর দাম ছিল ৩,৯১৯ টাকা। একদিনে বেড়েছে ২২টাকা। ৮ গ্রাম সোনার দাম আজকে থিল ৩১,৫২৮টাকা। গত কাল এই পরিমাণ সোনার দাম ছিল ৩১, ৩৫২ টাকা। একদিনে ১৭৬ টাকা বেড়েছে। আজকে ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৯,৪১০টাকা। গতকাল ছিল ৩৯,১৯০টাকা। ২২০টাকা বেড়েছে। ১০০ গ্রাম সোনার আজকে দাম ৩,৯৪,১০০ টাকা। গতকাল এর দাম ছিল ৩,৯১, ৯০০টাকা। একদিনে বেড়েছে ২,২০০টাকা। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar