দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতের ৬ শহরে করোনার সংক্রমণ চিন্তায় রেখেছে স্বাস্থ্য় মন্ত্রককে। যার প্রভাব পড়ল এবার কলকাতা বিমানবন্দরে।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী তিন সপ্তাহ কলকাতা বিমানবন্দরে দেশের ৬ শহর থেকে কোনও বিমান আসবে না।
বিষয়টি চিন্তায় রেখেছিল রাজ্য় সরকারকে। যার জেরে আগেই এ বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের কাছে আর্জি জানিয়েছিল রাজ্য় সরকার। চিঠি দিয়ে মন্ত্রকের কাছে এই বিষয়ে আর্জি জানানো হয়েছিল। আপাতত সেই নির্দেশ মেনে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর, আমেদাবাদ থেকে কোনও বিমান অবতরণ করবে না কলকাতা বিমানবন্দরে।
জানা গিয়েছে,কেন্দ্র রাজ্য়ের ডাকে সাড়া দিলেও সুরত ও ইন্দোরের বিষয়ে বিমান যোগাযোগ বন্ধ করেনি। ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ধ বন্ধ থাকবে বিমান পরিষেবা।
রাজ্যের দুটি বিমানবন্দরেই এই পরিষেবা বন্ধ চেয়েছিল রাজ্য সরকার।
অতীতে কর্ণাটক ও তামিলনাড়ু এই পরিষেবায় নিয়ম জারি করেছিল। সংক্রমণের হার বেশি এমন জায়গা থেকে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এবার একই সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।