আপনি কি নরেন্দ্রপুর থানা এলাকায় বাস করেন, তাহলে দেখে নিন কোন-কোন এলাকা সিল করা হয়েছে

  • লকডাউনের জেরে নরেন্দ্রপুর থানা এলাকার বেশকিছু স্থানে পদক্ষেপ নিচ্ছে পুলিশ
  • করোনাভাইরাস যাতে গোষ্ঠী সংক্রমণের আকার না নেয় তার জন্য পদক্ষেপ
  • নরেন্দ্রপুর থানা থেকে একটি প্রাথমিক ইন্সপেকশনও করা হয়
  • এই মর্মে সোনারপুর-রাজপুর পুরসভাকেও একটি চিঠি পাঠানো হয়েছে

আপাতত ৩ মে পর্যন্ত লকডাউন চলবে। পরিস্থিতি যেভাবে ভাইরাস সংক্রমণের বিষয়টি-কে সামনে এনেছে তাতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ-প্রশাসন। রাজ্য স্বরাষ্ট্র দফতর থেকেও রাজ্যের সমস্ত থানা এবং পুলিশ-কমিশনারেটগুলিকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে। এই মুহূর্তে যেটা করা হচ্ছে এলাকা ভিত্তিক আইসোলেশন। এতে এলাকায় করোনা পরিস্থিতি পর্যালোচনা করে দেখছে স্থানীয় থানা এবং সেই ভিত্তিতে সেই এলাকায় কী ধরনের আইনি কড়াকড়ি নেওয়া যায় তা বিচার করা হচ্ছে। এই মোতাবেক স্থানীয় পুরসভা বা পুর কর্পোরেশন অথবা পঞ্চায়েতকে সুপারিশ পাঠাচ্ছে পুলিশ। 

দক্ষিণ ২৪ পরগনা-র বারুইপুর পুলিশ জেলার অন্তর্ভুক্ত নরেন্দ্রপুর থানা এলাকাতেও এমন একটি পর্যালোচনা করা হয়েছে। যার ভিত্তিতে পুলিশ মোট ৩৬টি এলাকাকে বেছে নিয়েছে। এই সব এলাকায় ড্রপগেট, নাকা চেকিং এবং পুরোপুরি বাঁশের ব্যারিকেড তৈরির সুপারিশ করেছেন নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তী। এই মর্মে তাঁর সই করা একটি চিঠি সোনারপুর-রাজপুর পুরসভার চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে। যার ভিত্তিতে সোনারপুর-রাজপুর পুরসভা ওই ৩৬টি এলাকায় এই বিধিগুলোকে কার্যকর করবে এবং তা দেখভালের দায়িত্ব নেবে নরেন্দ্রপুর থানা। একনজরে দেখে নিন এই তালিকাটা- 

Latest Videos

১। রামকৃষ্ণনগর কালী মন্দির- পুরো সিল করা হয়েছে

২।  বোড়াল শ্মশান ঘাঁটের কাছে- ড্রপগেট ও নাকা চেকিং

৩। মিতলি মঠ মুখ- ড্রপগেট ও নাকা চেকিং

৪। দোলাপোল বস্তি - পুরো সিল করা হয়েছে

৫। ব্রিজি পোল- ড্রপ গেট ও নাকা চেকিং 

৬। কবি নজরুল মেট্রো পোল- পুরো সিলের নির্দেশ 

৭। রেমিডি কালভার্ট- পুরো সিলের নির্দেশে

৮। ঢালাই ব্রিজ- ড্রপ গেট ও নাকা চেকিং

৯। নারকেলবাগান রোড কালার পুকুর- পুরো সিলের নির্দেশ

১০। মিউনিসিপ্যাল মাতৃ সংঘের কাছে আতাবাগান রোড - পুরো সিলের  নির্দেশ

১১। কল্যাণ পরিষদ, আতাবাগান রোড- পুরো সিলের নির্দেশ

১২। রঙকল চরকতলা- নাকা চেকিং ও ড্রপ গেট

১৩। ডিজি ভাটা- পুরো সিল করার নির্দেশ

১৪। বোড়াল গার্লস স্কুলের কাছে- পুরো সিল করার নির্দেশ

১৫। প্রিমিয়ার ফ্যাক্টরি- পুরো সিল করার নির্দেশ

১৬। সর্দারপাড়া, ওয়ার্ড নম্বর ৩৫- পুরো সিল করার নির্দেশ 

১৭। পূর্বাশা পার্ক, দোলতলা বাজার- পুরো সিল করার নির্দেশ 

১৮। পূর্বাশা পার্ক মেইন রোড- পুরো সিল করার নির্দেশ 

১৯। বিজন কানন- পুরো সিল করার নির্দেশ 

২০। শীতলা পার্ক বর্ডার- ড্রপ গেট ও নাকা চেকির

২১। উত্তর রানিয়া ব্রতী সংঘ কালভার্ট- পুরো সিল করার নির্দেশ 

২২। কাঠপোল- পুরো সিল করার নির্দেশ

২৩। নতুনপল্লি হরিদেবপুর বর্ডার- পুরো সিল করার নির্দেশ

২৪। ঢালাই ব্রিজ-খালধার রোড- পুরো সিল করার নির্দেশ 

২৫। কবি সুভাষ মেট্রোর পিছনে খেলারাম সরণির শেষ- পুরো সিল করার নির্দেশ

২৬। বেলাই সর্দার প্রকল্পের কাছে প্রামাণিক পাড়া- পুরো সিল করার নির্দেশ 

২৭। জোলপোল- মাদার ডেয়ারি- পুরো সিল করার নির্দেশ 

২৮। গড়িয়া স্টেশন- ড্রপগেট ও নাকা চেকিং

২৯। শ্রীনগর মাকালি বিল্ডার্স- ড্রপগেট ও নাকা চেকিং

৩০। জোলপোল মেন রোড- ড্রপ গেট নাকা চেকিংয়ের ব্য়বস্থা

৩১। হাতিবাড়ি মুখ -ড্রপ গেট নাকা চেকিং জারি

৩২। কেক কারখানা, উত্তরপাড়া- পুরো সিল করা হয়েছে

৩৩। লালগেট ওয়ার্ড নম্বর ২- পুরো সিল করা হয়েছে

৩৪। স্টেট ব্যাঙ্কের উল্টোদিকে- পুরো সিল করা হয়েছে

৩৫। আদার ২ লেনস- পুরো সিল করা হয়েছে

৩৬। গমকল গলি- পুরো সিলের নির্দেশ দেওয়া হয়েছে

 

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar