আজ তৃতীয়া থেকেই বাড়ল মেট্রোর সংখ্যা, ই-পাস লাগবে না সিনিয়র সিটিজেনদের

  • সোমবার  থেকেই বাড়ল কলকাতা মেট্রোর সংখ্য়া 
  • তারই সঙ্গে বাড়ল মেট্রো চলাচলের সময় 
  • মেট্রোয় সিনিয়র সিটিজেনের লাগছে না ই-পাস 
  •  এখন ৮ মিনিট অন্তর মেট্রো চলবে কলকাতায় 
     

Asianet News Bangla | Published : Oct 19, 2020 6:10 AM IST


কলকাতায় ইতিমধ্যে পুজোর আমেজ। আর তার মধ্যেই সুখবর। সোমবার তৃতীয়া থেকেই বাড়ল কলকাতা মেট্রোর সংখ্য়া। তারই সঙ্গে বাড়ল মেট্রো চলাচলের সময়। রাত ৯ পর্যন্ত মিলবে এখন কলকাতা মেট্রো পরিষেবা।

 

 

আরও পড়ুন, বরিশার ক্লাবের পুজো উদ্বোধনে মমতা, আর্ট কলেজের প্রাক্তণীর সৃষ্টিতে প্লাবিত কলকাতা

 মেট্রোয় সিনিয়র সিটিজেনের লাগছে না ই-পাস 


 সূত্রে খবর, পুজো শুরু হয়ে যাওয়ায় এখন ৮ মিনিট অন্তর মেট্রো চলবে কলকাতায়। এখন মেট্রোয় সিনিয়র সিটিজেনের লাগছে না ই-পাস। শুধুমাত্র বয়েসের প্রমাণ পত্র দেখালেই প্রবেশ করতে দেওয়া হবে। রবিবারও চালু থাকছে মেট্রো পরিষেবা। রবিবার মেট্রো চলছে মোট ৫৮ টি। রবিবার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ১০ টা ১০ মিনিটে। ওইদিন ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। অপরদিকে সোমবার তৃতীয়া থেকেই বাড়ল কলকাতা মেট্রোর সংখ্য়া। ১৪৬ টি থেকে বেড়ে ১৫২ টি মেট্রো সোমবার থেকে চালু করা হয়েছে।

আরও পড়ুন, বাড়ির বারান্দায় পেপার পড়ার অপেক্ষায় সৌমিত্র, তৃতীয়াতে আরও সুস্থ, কথা বলছেন তিনি

 

 

নেমেছে শপিং করতে যাওয়া মানুষের ঢল

প্রসঙ্গত, ইতিমধ্য়েই পুজোর আমেজে মেতে উঠেছে সারা কলকাতা। করোনা আবহেই নেমেছে শপিং করতে যাওয়া মানুষের ঢল। তাই পুজোর কটা দিন যে ভালমতোই ভিড় হবে সে বিষয়ের কথা ভেবেই আগামা মেট্রোর সংখ্যা বাড়াল মেট্রো রেল কর্তৃপক্ষ।
 

Share this article
click me!