বুধবার থেকে শুরু লোকাল ট্রেন পরিষেবা, চলবে ২০% বাড়তি মেট্রোও

  • বুধবার থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা
  • রেলকে সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য 
  • লোকাল ট্রেন চালু হলে ভিড বাড়বে মেট্রোতে
  • সেক্ষেত্রে বাড়তি মেট্রো চালানোর পরিকল্পনা
     

Asianet News Bangla | Published : Nov 5, 2020 6:59 PM IST

আগামী বুধবার থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন পরিষেবা শুরু হলে বাড়িতে ভিড় হবে কলকাতা মেট্রো রেলের দমদম এবং কবি সুভাষ মেট্রো স্টেশনে। মেট্রো আধিকারিকদের বক্তব্য পরিষেবা শুরু হলে লোকাল ট্রেনে করে যাত্রীরা দমদম এবং কবি সুভাষ মেট্রো স্টেশনে আসবে। তারফলে অফিস টাইমে অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় যাত্রীদের ভিড় হবে বলে দাবি মেট্রো কর্তাদের। 

বর্তমানে কলকাতা মেট্রোতে ১৫২ টি পরিষেবা পাওয়া যায়। মেট্রো আধিকারিকদের বক্তব্য যেভাবে যাত্রী সংখ্যা বেড়েছে সেই অনুপাতে পরিকল্পনা করে বাড়ানো হয়েছে মেট্রোরেলের সংখ্যা। লোকাল ট্রেন পরিষেবা শুরু হলে পরিকল্পনা করে যাত্রীসংখ্যা বিবেচনা করে পরিষেবা বৃদ্ধি করা হবে। সে ক্ষেত্রে যে পরিকল্পনাগুলি মেট্রো নিয়েছে তা হল,  

বাড়তি ভিড় সামাল দিতে মেট্রোরেলের পরিকল্পনা-
১. চালানো হবে অতিরিক্ত মেট্রো 
২. সকাল সন্ধ্যা বাড়তি মেট্রো চালানোর পরিকল্পনা
৩. অতিরিক্ত ১৫ জোড়া মেট্রো চালানো হবে
৪. অফিস টাইমে কমবে দুই মেট্রোর মধ্যে ব্যবধান
৫. বর্তমানে সাধারণত কুড়ি মিনিট অন্তর চলে মেট্রো

তবে মেট্রো আধিকারিকদের দাবি, লোকাল ট্রেন শুরু হলে যদি হঠাৎ করে যাত্রী সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে এখনই কুড়ি শতাংশের বেশি মেট্রো পরিষেবা বাড়ানো সম্ভব নয়। তবে বর্তমানে যে পদ্ধতিতে পরিষেবা সচল রয়েছে অর্থাৎ স্মার্ট কার্ড এবং ই পাস ব্যবহার করেই মেট্রোতে উঠতে হবে। ফলে মেট্রোর মধ্যে শারীরিক দূরত্বও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা কম।

Share this article
click me!