আলিপুরে বস্তিতে ভেঙে পড়ল হাইড্রোলিক ক্রেন, একটি বাড়ি ভেঙে জখম ৪

  • বস্তিতে ভেঙে পড়ল হাইড্রোলিক ক্রেন
  • ঘটনার জেরে জবসতি পূর্ণ এলাকায় আতঙ্ক
  • ক্রেন ভেঙে পড়ে জখম ৪
  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ বাহিনী

Asianet News Bangla | Published : Nov 5, 2020 4:29 PM IST / Updated: Nov 05 2020, 10:02 PM IST

রাতের অন্ধকারে বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতা। আলিপুর সংশোধনাগারের সামনে একটি বস্তিতে ভেঙে পড়ল হাইড্রোলিক ক্রেন। দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি, মন্দির। ঘটনায় চারজন গুরুতর জখম হয়েছেন।

আরও পড়ুন-বাজি পোড়ানো ও বিক্রিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের, অভিযান চালিয়ে প্রচুর শব্দবাজি উদ্ধার বারুইপুরে

ঘটনাটি ঘটেছে রাত আটটা নাগাদ। আলিপুর সংশোধনাগারের পাশে সরকারি প্রকল্পের কাজ চলছিল। সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি হাইড্রোলিক ক্রেন। প্রেসিডেন্সি জেল লাগোয়া বস্তিতে ক্রেনটি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি ও মন্দির। শুধু তাই নয়, ভয়াবহ এই দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে চার জন। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন-অবশেষে চাকা গড়ানো শুরু করছে লোকাল ট্রেন, বুধবার থেকে চালু হচ্ছে সাধারণ যাত্রীদের জন্য পরিষেবা

ক্রেন ভেঙে পড়ে দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে এক জনের অবস্থা গুরুতর বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু সরকারি প্রকল্পের কাজ চলাকালীন কীভাবে হাইড্রোলিক ক্রেনটি ভেঙে পড়ল তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভেঙে পড়া ক্রেনটি সরানোর কাজ করছে পুলিশ ও দমকল।

Share this article
click me!