চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, দেখতে বের হলেন নগরপাল


পুজো প্রস্তুতি দেখতে নগরপাল
ঘুরে দেখলেন একাধিক নামজাদা পুজোর মণ্ডপ
বেহালাতেও যান পুলিশ কমিশনার
নিয়ম মেনে মণ্ডপ হচ্ছে কিনা খতিয়ে দেখলেন

debojyoti AN | Published : Sep 26, 2019 11:05 AM IST

শনিবার মহালায়। তারপরেই শুরু হয়ে যাবে শহরে একের পর এক  নামজাদা  পুজোর উদ্ধোধন। তারআগে  কলকাতার বড়বড় পুজোগুলি ঘুরে দেখলেন  নগরপাল অনুজ শর্মা। বৃহস্পতিবার একডালিয়া এভারগ্রিন দিয়ে শুরু হয় নগরপালের পরিদর্শন। একে একে দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রনি, সুরুচি সংঘ সহ দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি মণ্ডপে যান তিনি। খতিয়ে দেখেন  মণ্ডপের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা।

প্রতিবারের মত  এবারও  শহর ও শহরতলীর বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগে মণ্ডপগুলির নিরপাত্তা পরিদর্শন করতেই নরগপালের এই সফর বলে মনে করা হচ্ছে।  এদিন বেহালার নতুন দলের মন্ডপেও যান তিনি। আগামী ৩০ তারিখ বেহলারা একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

উত্তর কলকাতারও বেশ কয়েকটি নামজাদা পুজো মণ্ডপ এদিন পরিদর্শন করেন নগরপাল। সমস্ত নিয়মকানুন মেনে মণ্ডপ তৈরি হচ্ছে কিনা তা নিজের চোখে খতিয়ে দেখেন  পুলিশ কমিশনার  অনুজ শর্মা।

Share this article
click me!