New Traffic Fines: রাস্তায় গাড়ি নিয়ে ছোট্ট ভুলে দিতে হবে মোটা জরিমানা, জেনে নিন ট্রাফিক ফাইনের নতুন নিয়ম

কলকাতা ট্রাফিক পুলিসের (Kolkata Traffic Police) ফাইনের নতুন নিয়ম। ট্রাফিক বিধি (Traffic Rules) না মানলে এবার থেকে গুনতে হবে মোটা টাকা জরিমানা (Penalty)। পশ্চিমবঙ্গে (West Bengal)জারি করা হল নতুন নিয়ম। 
 

শহরে দুর্ঘটনা কমাতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা করতে তৎপর প্রশাসন। সিগন্যালিং ব্যবস্থার উন্নতি, ট্রাফিক পুলিসদের ধরপাকড় কিছুটা কাজ দিলেও, পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সবকিছু। তাই এবার বাধ্য কড়া পদদক্ষেপ নিল কলকাতা ট্রাফিক পুলিস (Kolkata Traffic Police) । যে কোনও ধরনের ট্রাফিক বিধি (Traffic Rules) ভাঙলেই এবার মোটা অঙ্কের জরিমানা (Penalty) গুনতে হবে গাড়ি চালকদের। বাইক হোক আর চার তারা, এমনকী পাবলিক বাসের ক্ষেত্রেও কঠোর নিয়ম আনা হয়েছে। ফলে এবার থেকে রাস্তায় বেরোলে  নিয়মগুলি একটু জেনেই বেরোনো ভালো সকলের। কারণ ইতিমধ্যেই কলকাতা ট্রাফিক পুলিসের (Traffic Police) তরফ থেকে  নতুম নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। ফলে রাস্তায় গাড়ি নিয়ে বেরোনলে ভুলবশত হোক আর ইচ্ছাকৃত আপনাকে গুনতে হতে পারে মোটা টাকার জরিমানা। 

আগে যা নিয়ম ছিল তার চেয়ে বর্তমানে ধার্য জরিমানার অঙ্কে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, হেলমেট ছাড়া রাস্তায় এবার বাইক নিয়ে বেরোলেই ১০০০ টাকা জরিমানা দিতে হবে। আগে হেলমেট ছাড়া বেরোলে ১০০ টাকা জরিমানা দিতে হতো। শুধু বাইকচালকই নন। আগে বিনা হেলমেটে বাইকচালকের পিছনে থাকা আরোহীকেও ১০০ টাকা জরিমানা দিতে হতো। এখন সেই জরিমানার অঙ্কও বেড়ে হয়েছে ১ হাজার টাকা।বাইকের পাশাপাশি চার চাকার গাড়ির ক্ষেত্রেও এবার নয়া এই নিয়মে আরও বেশি সতর্ক থাকতে হবে। আগে গাড়িতে সিট বেল্ট না পরলে ১০০ টাকা জরিমানা করা হতো। তবে এবার থেকে সিট বেল্ট ছাড়া গাড়িতে বসলেই জরিমানা বাবদ দিতে হবে ৫০০ টাকা।

Latest Videos

একইসঙ্গে বেপরোয়া গাড়িচালকদের ‘শায়েস্তা’ করতেও নয়া নিয়মে বড়সড় পদক্ষেপ করা হয়েছে। আগে বেপরোয়া গতির গাড়িগুলিকে পুলিশ ধরলেই ১০০ টাকা জরিমানা করতো। এবার থেকে সেই জরিমানার অঙ্ক বেড়ে হয়েছে ৫০০০ টাকা। লাইসেন্স ছাড়া গাড়ি বের করলেও এখন থেকে ৫ হাজার টাকা জরিমানা দেওয়ার জন্য তৈরি থাকুন। আগে এই জরিমানার অঙ্ক ছিল ১ হাজার টাকা।এরই পাশাপাশি গাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় নথি না থাকলেও এবার থেকে ২ হাজার টাকা জরিমানা গুণতে হবে। আগে এক্ষেত্রে জরিমানার অঙ্ক ছিল ৪০০ টাকা। প্রয়োজনীয় পার্মিট না থাকলে আগের চেয়ে এবার দ্বিগুণ হারে জরিমানা দিতে হবে। আগে পার্মিটহীন গাড়িকে ৫ হাজার টাকা জরিমানা দিতে হতো। নয়া নিয়মে জরিমানার সেই অঙ্ক বেড়ে হয়েছে ১০ হাজার টাকা।

যদিও এই নিয়ম কার্যকর হওয়ার ফলে আন্দোলনের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক সংগঠনগুলি। বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। তাদের দাবি, ৫০০ টাকা করে যদি ন্যূনতম ফাইন দিতে হয়। তাহলে তাদের পক্ষে আর বাস চালানো সম্ভব নয়। ট্যাক্সি মালিকদের দাবি, গাড়ি একটু বেশি জোরে দৌড়লে কিংবা আরও নানা কারণে ট্রাফিক ফাইন গুনতে হয়। প্রতিদিন যদি ১০০ টাকার বদলে ৫০০ টাকা দিতে হয়, তাহলে আর্থিক দিক থেকে ধাক্কা খেতে হবে। মধ্যবিত্ত বাইক চালকদের ক্ষেত্রেও এত জরিমানা দেওয়া সম্ভব নয়। তবে 'সেই ড্রাইভ, সেভ লাইফ' উদ্যোগকে বাস্তবে রূপায়িত করতেই এমন উদ্যোগ বলে দাবি প্রশাসনিক কর্তা ব্যক্তিদের।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন