কাজের দিন শুরু হল ঠান্ডা হাওয়ার সঙ্গেই, হিমেল পরশ নিয়ে আবারও রাত নামবে শহরে

  • সোমবার বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেয়েছে 
  • সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৯.১  ডিগ্রি সেলসিয়াস
  • বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক  ৯৭  শতাংশ
  •  তবে রাতে হিমেল পরশ নিয়েই তাপমাত্রা আবার নামবে শহরে 

Ritam Talukder | Published : Nov 25, 2019 5:58 AM IST / Updated: Nov 26 2019, 10:03 AM IST

সোমবার ভোরে শহরবাসী শীতের পরশ পেলেও বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রার পারদ খানিকটা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে শহর কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকালের ছুটির রেশের মতই হিমেল পরশ নিয়ে রাত নামবে শহরে। 

 

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৯.১  ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক  ৯৭  শতাংশ।  আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম  ৫২ শতাংশ।  বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ শহর কলকাতার আকাশ সারাদিন পরিষ্কার থাকবে। মেঘের দেখা মিলবেনা বললেই চলে। 

কর্মজীবনের শুরুর সঙ্গে যানবাহন চলাচল বেড়ে গিয়ে বায়ু দূষণ অনেকটা পরিমানেই তাই তাপমাত্রা পরিবর্তনের জন্য় দায়ী। তাই বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেলেও ভোরবেলা ও রাতের দিকটায় ঠান্ডা ভালই নামছে। 


 

Share this article
click me!