ইচ্ছেপূরণ করতে এই বছর চলে আসুন কুমোরটুলি সর্বজনীনে

Published : Sep 05, 2019, 11:40 AM ISTUpdated : Sep 23, 2019, 02:47 PM IST
ইচ্ছেপূরণ করতে এই বছর চলে আসুন কুমোরটুলি সর্বজনীনে

সংক্ষিপ্ত

কয়েকদিন পরেই উমা সপরিবারে হাজির হবেন মর্ত্যে কলকাতার পুজো-কে ঘিরে উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে প্রতি বছরের মতো এবছরেও থাকছে কুমোরটুলি সর্বজনীন-এর নতুন চমক কুমোরটুলি সর্বজনীনে দেবী দুর্গা সেজে উঠছেন কল্পতরু রূপে

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই উমা সপরিবারে হাজির হবেন মর্ত্যে। সারা বছর ধরে অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করে থাকেন দুর্গা পুজোর জন্য। তার মধ্যে কলকাতার পুজো-কে ঘিরে উন্মাদনা থাকে আরও তুঙ্গে। পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদেক। শপিং থেকে প্যান্ডেল হপিং-এর প্ল্যান শুরু হয়ে গিয়েছে। এই একটি বিষয়ে বাঙালির আবেগ সবচেয়ে বেশি জড়িয়ে থাকে।

আরও পড়ুন- পুজোয় এবার “কল্পলোক” এর গল্প বলবে টালা পার্ক প্রত্যয়

দ্বেষ-বিদ্বেষ, হিংসার জগতে মনের কথা বলার জন্য এবং মনের ইচ্ছের আর্জি জানানোর জন্য কুমোরটুলি সর্বজনীনে দেবী দুর্গা সেজে উঠছেন কল্পতরু রূপে। এবারের থিম হল 'মা কে বলো'। কলকাতার শিল্পী বাপ্পা হালদার এবং সুদূর নৈহাটি'র শিল্পী মনোজ বারুই এর হাতের জাদুতে কল্পবৃক্ষরুপিণী মা দুর্গা জীবন্ত হয়ে উঠছেন।

আরও পড়ুন- ১০৭ বছরে পা! এবছর সিকদার বাগান সাধারণ দূর্গোৎসবের থিমে থাকছে বিশেষ বার্তা

ক্লাব সেক্রেটারি দেবাশিস ভট্টাচার্য মহাশয়ের কথা অনুযায়ী এবার পঁয়তাল্লিশ লাখ টাকার বাজেট আছে এবং পুরো দমে কাজ চলছে। এবং তিনি আশাবাদী যে আগের বছরের মতো এ বছরেও দর্শকদের ভিড় আছড়ে পড়বে। মা কে নিজের মনের ইচ্ছে জানাতে এবং নিজের মানসিক উন্নতির কথা খেয়াল রেখে অবশ্যই চলে আসুন কুমোরটুলি সর্বজনীনে।

PREV
click me!

Recommended Stories

বাংলায় সপ্তম বেতন কমিশন এই ডিসেম্বরেই? ২৬-এর ভোটের আগে বেশ বেকায়দায় নবান্ন
Lakshmir Bhandar: নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা বাড়ানোর সিদ্ধান্ত? নয়া আপডেট