ইচ্ছেপূরণ করতে এই বছর চলে আসুন কুমোরটুলি সর্বজনীনে

  • কয়েকদিন পরেই উমা সপরিবারে হাজির হবেন মর্ত্যে
  • কলকাতার পুজো-কে ঘিরে উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে
  • প্রতি বছরের মতো এবছরেও থাকছে কুমোরটুলি সর্বজনীন-এর নতুন চমক
  • কুমোরটুলি সর্বজনীনে দেবী দুর্গা সেজে উঠছেন কল্পতরু রূপে

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই উমা সপরিবারে হাজির হবেন মর্ত্যে। সারা বছর ধরে অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করে থাকেন দুর্গা পুজোর জন্য। তার মধ্যে কলকাতার পুজো-কে ঘিরে উন্মাদনা থাকে আরও তুঙ্গে। পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদেক। শপিং থেকে প্যান্ডেল হপিং-এর প্ল্যান শুরু হয়ে গিয়েছে। এই একটি বিষয়ে বাঙালির আবেগ সবচেয়ে বেশি জড়িয়ে থাকে।

আরও পড়ুন- পুজোয় এবার “কল্পলোক” এর গল্প বলবে টালা পার্ক প্রত্যয়

Latest Videos

দ্বেষ-বিদ্বেষ, হিংসার জগতে মনের কথা বলার জন্য এবং মনের ইচ্ছের আর্জি জানানোর জন্য কুমোরটুলি সর্বজনীনে দেবী দুর্গা সেজে উঠছেন কল্পতরু রূপে। এবারের থিম হল 'মা কে বলো'। কলকাতার শিল্পী বাপ্পা হালদার এবং সুদূর নৈহাটি'র শিল্পী মনোজ বারুই এর হাতের জাদুতে কল্পবৃক্ষরুপিণী মা দুর্গা জীবন্ত হয়ে উঠছেন।

আরও পড়ুন- ১০৭ বছরে পা! এবছর সিকদার বাগান সাধারণ দূর্গোৎসবের থিমে থাকছে বিশেষ বার্তা

ক্লাব সেক্রেটারি দেবাশিস ভট্টাচার্য মহাশয়ের কথা অনুযায়ী এবার পঁয়তাল্লিশ লাখ টাকার বাজেট আছে এবং পুরো দমে কাজ চলছে। এবং তিনি আশাবাদী যে আগের বছরের মতো এ বছরেও দর্শকদের ভিড় আছড়ে পড়বে। মা কে নিজের মনের ইচ্ছে জানাতে এবং নিজের মানসিক উন্নতির কথা খেয়াল রেখে অবশ্যই চলে আসুন কুমোরটুলি সর্বজনীনে।

Share this article
click me!

Latest Videos

WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today