বাংলায় সুস্থতার হার সামান্য বেড়েছে, তবে এখনও করোনায় মৃত্যু থামেনি কলকাতায়

Published : Oct 31, 2020, 10:56 AM ISTUpdated : Oct 31, 2020, 11:03 AM IST
বাংলায় সুস্থতার হার সামান্য বেড়েছে, তবে এখনও করোনায় মৃত্যু থামেনি কলকাতায়

সংক্ষিপ্ত

বাংলায় সুস্থতার হারও একটু হলে সামান্য বেড়েছে  তবে করোনায় মৃত্যু কমেনি কলকাতা সহ বাংলায়  সব জেলাকে টপকে এখনও এগিয়ে আছে কলকাতা  আর সেটাই উদ্বেগের কারণ স্বাস্থ্য দফতরের কাছে 

বাংলায় একটু একটু করে বাড়ছে সুস্থতার হার। তবে তাই বলে করোনায় মৃত্যু কমেনি কলকাতা সহ বাংলায়। এখনও সংক্রমণে চিন্তা বাড়িয়ে সব জেলাকে টপকে এগিয়ে আছে কলকাতা। আর সেটাই উদ্বেগের কারণ স্বাস্থ্য দফতরের কাছে।

 

 

 

করোনায় মৃত্যু বেড়ে হয়েছে কলকাতায়

শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  একদিনে কলকাতা করোনা আক্রান্তের সংখ্যা ৮৮০   জন এবং উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত আগের থেকে সামান্য কমে  ৮৬৬ জন। যদিও আরও একবার সবাইকে টপকে ব্যার্থতার সিড়িতে দাড়িয়ে, করোনায় শীর্ষে কলকাতা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৩৯৭৯ জন। শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায়  একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৫৯ জন এবং মোট মৃতের সংখ্যা ৬,৭৮৪। এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১৮ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু বেড়ে হয়েছে ১৮ জনের।

 

 

 সুস্থতার হার কতটা বাড়ল


শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, কলকাতায় এই অবধি করোনায় মোট আক্রান্ত হয়েছে,  ৮০ হাজার ৩৫৭ জন।   এবং বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬৯,৬৭১  জন। রাজ্যে এই পর্যন্ত কোভিড অ্যাকটিভ ৩৬ হাজার ৯৯৯  জন। মোট হাসপাতাল ছুটি পেয়েছেন ৩২৫, ৮৮৮ জন।  সুস্থতার হার অক্টোবারের শুরুর থেকে সামান্য বেড়ে  ৮৭. ৪৫ শতাংশ থেকে ৮৮.১৬ শতাংশে।  

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: India vs South Africa T20 - দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ