দিনে দিনে ঊর্ধ্বমুখী হচ্ছে বাংলার করোনা ভাইরাসের রেখাচিত্র। সোমবার রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২১১ জন। আক্রান্তের সংখ্য়া লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। একই সঙ্গে বাড়ছে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্য়াও।
সম্প্রতি, রাজ্যে কোভিড টেস্টের সংখ্য়া বাড়িয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। ফলে আক্রান্তের সংখ্যা সামনে আসছে। কোভিড পরীক্ষা বাধ্যতামূলক পরীক্ষা হওয়ার কারনে উপসর্গহীন করোনা রোগীরাও ধরা পড়ছেন। এর ফলে করোনা রোগীদের আগাম সতর্কতা নিতে পারবে সরকার। আর অজান্তেই ছড়াচ্ছেন করোনা সংক্রমণ। তবে এবার মৃত্যুর পর কিংবা শেষ মুহূর্তে করোনা পজিটিভ ধরা পরার ঘটনা কমবে। যেহেতু নেগেটিভ রিপোর্ট আসলেও করোনা উপসর্গ থাকলেই পুনরায় নিশ্চিত রিপোর্ট পেতে আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করাতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই অবস্থায় করোনা আক্রান্তের সংখ্য়া দিনে দিনে নজরে আসছে স্বাস্থ্য দফতরের।
কলকাতায় করোনা সংক্রমণের সংখ্যা সর্বাধিক। দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২১১ জন। এখনও পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫ হাজার ৯১৯ জন।