জীবনে শান্তি নেই, কার্যত বন্দিদশা রাজীবের, সারদা মামলায় সওয়াল আইনজীবীর

  • সারদা মামলায় অভিযুক্ত এডিজি সিআইডি রাজীব কুমার
  • কলকাতা হাইকোর্টে রাজীবের কুমারের মামলার শুনানি
  • সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ রাজীবের আইনজীবীর
  • আইপিএস অফিসারের সুরক্ষা কবচ বাড়ালো কলকাতা হাইকোর্ট


জীবন থেকে শান্তি চলে গিয়েছে। ব্যক্তিগত জীবন বলেও কিছু নেই। সারদা মামলার সিবিআই তদন্তের জেরে নাকি এমনই অবস্থা এডিজি সিআইডি রাজীব কুমারের। শুক্রবার কলকাতা হাইকোর্টে রাজীবের হয়ে এমনই সওয়াল করেছেন তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায়। 

সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে আইপিএস অফিসার রাজীব কুমারের। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ দেয়। কিন্তু সিআইডির ওই উচ্চপদস্থ কর্তা সিবিআই দফতরে হাজিরার বদলে কলকাতা হাইকোর্টে মামলা করেন। সিবিআই নোটিশ খারিজের আর্জি জানান তিনি। বেশ কয়েকদিন টানা কয়েক ঘণ্টা ধরে রাজীবের হয়ে সওয়াল-পর্ব চালিয়ে গেছেন মিলন মুখোপাধ্যায়। এর মধ্যেই অবশ্য সিবিআই দফতরে হাজিরাও দিতে হয়েছে রাজীবকে। শুক্রবার কলকাতা হাইকোর্টে শুনানি পর্বে রাজীব কুমারের আইনজীবীর সওয়াল শেষ হয়েছে। 

Latest Videos

এ দিন রাজীবের হয়ে বক্তব্য পেশ করতে গিয়ে মিলনবাবু বিচারপতি মধুমতী মিত্রের সামনে বলেন, 'সিআইডি- র এডিজি রাজীব কুমারের জীবন থেকে শান্তি চলে গিয়েছে। ব্যক্তিগত জীবন বলেও কিছু নেই। কোনও অপরাধ না করেই একজন বন্দির মতো তাঁকে বেঁচে থাকতে হচ্ছে।' দুঁদে আইপিএস অফিসারের এই পরিণতির জন্য সিবিআইকেই পরোক্ষে দায়ী করে এমন মন্তব্য করেন রাজীবের আইনজীবী মিলন মুখোপাধ্যায়। তিনি বলেন, 'এ দেশে এমন কোনও আইন নেই যেখানে কোনও মামলায় একজন সাক্ষীকে অভিযুক্ত হিসেবে দেখানো যায়৷ সারদা মামলায় রাজীব কুমারের সঙ্গে সেটাই করা হচ্ছে৷ রাজীব কুমার এখানে একজন সাক্ষী। কিন্তু তদন্তে অসহযোগিতার কথা বলে  সিবিআই বার বার তাঁকে হেফাজতে পেতে চাইছে। মনে হচ্ছে রাজীব কুমারই যেন অভিযুক্ত।'রাজীব কুমারের আবেদন গ্রহণ করে যথাযথ নির্দেশ দেওয়ার জন্যও আদালতে আবেদন জানান মিলনবাবু।

আরও পড়ুন- সরানো হল সারদা মামলার প্রধান তদন্তকারী অফিসারকে, কেন এত বড় সিদ্ধান্ত

আরও পড়ুন- রাজীবই অস্ত্র, এবার সুদীপ্ত সেন ও দেবযানীর মুখোমুখি বসছে সিবিআই

এতদিন ধরে রাজীবের আইনজীবী যে বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করে তাঁর সওয়াল-পর্ব চালিয়ে গিয়েছেন, আগামী সোমবার তা লিখিত আকারে কোর্টে জমা দিতে বলেছেন বিচারপতি মধুমতী মিত্র। এছাড়া আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত রাজীবের সুরক্ষা কবচের মেয়াদ আরও এক দফা বাড়িয়েছেন বিচারপতি। 

মিলনবাবু আরও অভিযোগ করেন, সিবিআইয়ের বারংবার তলবের চোটে রাজীব নিজের জীবন একজন বন্দির মতো হয়ে গিয়েছে। আগামী সোমবার সিবিআইয়ের আইনজীবী ওয়াই জেড দস্তুর তাঁর বক্তব্য জানাবেন। ততদিন পর্যন্ত সিবিআই রাজীব কুমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না।

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু