containment zone in Kolkata: ১০টায় শেষ ট্রেন, দেখে নিন কলকাতায় ২৫টি কন্টাইমেন্ট জোনের বিস্তারিত তথ্য

রাত দশটায় শেষ ট্রেন, এখনও প্রকাশ্যে এসেনি নতুন টাইমটেবিল, তবে ইতিমধ্যেই চিহ্নিত কলকাতার  ২৫ কন্টাইনমেন্ট জোন। 

৩ জানুয়ারি থেকে শুরু কলকাতায় (Kolkata)  আংশকি লকডাউন (Lockdown) , তার জেরেই সন্ধে সাতটার পর বন্ধ থাকার কথা রেল পরিসেবা (Rail Survice), লোকাল ট্রেন বন্ধ রাখার প্রতিবাদ এদিন দিনভর জানানোর পর অবশেষে প্রকাশ্যে আসে বিজ্ঞপ্তি, শেষ ট্রেল ছাড়বে ঠিক রাত ১০ টায়। অন্যদিকে শহরের বুকে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ, ইতিমধ্যে কলকাতায় চিহ্নিত করা হয় ২৫ কন্টাইনমেন্ট জোন, দেকে নেওয়া যাক বিস্তারিত তথ্য। 

বস্তি এলাকা- 

Latest Videos

বোরো-৩, ওয়ার্ড ৩১, এলাকা মানিকতলা, এরিয়া- ১৯০ থেকে ১৯৪, মানিকতলা মেন রোড, কলকাতা ৫৪, 

বোরো ৩, ওয়ার্ড ৩১, এলাকা- ফুলবাগান, এরিয়া- পি ১৩, সিআইটি রোড, স্কিম ভিম, কলকাতা ৫৪, 

বোরো ৯, ওয়ার্ড ৭৮, ইকবালপুর, এরিয়া- মোমিনপুর রোড, কলকাতা ২৩, ৪৮ এমপি, ১৮,২এইচ, জি, ৮ এ কিউ বি, ৩৯ এমপি, ইকবালপুর লেন, ৬,১,এইচ, ৬, ইপি লেন, ইপি নার্সিংহোম

ফ্ল্যাট- 

বোরো ৩, ওয়ার্ড ৩১, এলাকা কাকুরগাছি, প্রসাদ এক্সোটিকা, ৭১-৭১,৩, ক্যানেল সার্কুলার রোড, কলকাতা ৫৪

বোরো ৫, ওয়ার্ড ৪৩, এলাকা ব্ল্যাকবার্ণ লেন, ১৬,২, ব্ল্যাকবার্ণ লেন, 

বোরো ৮, ওয়ার্ড ৬৯, এলাকা বালিগঞ্জ, ২৩,এ আশুতোষ চৌধুরী এভিনিউ, কলকাতা ১৯

বোরো ৯, ওয়ার্ড-৭৮, এলাকা ইকবালপুর, ৭এ ময়ুর এপার্টমেন্ট, ২ নং ময়ূরভঞ্চ রোড, কলকাতা ২৩

বোরো ৯, ওয়ার্ড-৭৮, এলাকা ইকবালপুর, আইডিয়াল টাওয়ার, ৫৭ নং ডায়মন্ড হারবার রোড, কলকাতা ২৩ 

কমপ্লেক্স

বোরো ৩, ওয়ার্ড ৩২, এলাকা- ফুলবাগান, সরমণি কমপ্লেক্স, ৩৩ এ, ক্যানেল সার্কুলার রোড

বোরো ৭, ওয়ার্ড ৫৮, এলাকা প্রগতী, সিভার প্রিং, ৫, জে বি এস হালধন এভিনিউ কলকাতা ১০৫

বোরো ৭, ওয়ার্ড ৫৮, এলাকা- ট্যাংরা, অ্যাক্টিভ একরস, ৫৪, ১০ ডিসি ডে রোড 

বোরো ৭, ওয়ার্ড ৫৯, এলাকা তোপসিয়া, বৃন্দাবন গাার্ডেন, ৯৮ কৃষ্টফার রোড

বোরো ৭, ওয়ার্ড ৬৩, এলাকা শেক্সপিয়ার সরণী, ৬এ শর্ট স্ট্রিট, কলকাতা ১৬

বোরো ৭, ওয়ার্ড ৬৩, এলাকা শেক্সপিয়ার সরণী, ২৬ ই, ২৬, ২৮ বি, শেক্সপিয়ার সরণি

বোরো ১২, ওয়ার্ড ১০৭, ৩০,৮ রাজডাঙ্গা মেন রোড, কলকাতা ১০৭, নারকল বাগান, 

বোরো ১২, ওয়ার্ড ১০৮, এলাকা- আরবানা, ৭৮৩ আনন্দপুর আর্বানা, কলকাতা ৭

বোরো ১২, ওয়ার্ড ১০৯, এলাকা- সম্মিলনি পার্ক, ই ২৮, সম্মিলনি পার্ক কলকাতা ৭৫

মিশ্রণ-

বোরো ৭, ওয়ার্ড ৬৩, এলাকা- শেক্সপিয়ার সরণি, ৭,৮,৯,১১,১২, ১৪, ১৬ লাউডন স্ট্রিট

বোরো ৭, ওয়ার্ড ৬৫, এলাকা- করায়া, ১৩, ২৮, ৩০ বন্দেল রোড, কলকাতা ১৯

বোরো ৭, ওয়ার্ড ৬৫, এলাকা- করায়া, ৪,১৪, ২২, ২৯ বালিগঞ্জ পার্ক  রোড, কলকাতা ১৯

বোরো ৭, ওয়ার্ড ৬৫, এলাকা- করায়া, ৩, ৫এ, মেফেয়ার রোড বন্দেল রোড, কলকাতা ১৯

বোরো ৭, ওয়ার্ড ৬৬, এলাকা- তোপসিয়া, ৪৬ বি, ১১৩ ডি, ১১৯.২, মঠেশ্বর তলা রোড  বন্দেল রোড, কলকাতা ৪৬

হোস্টেল

বোরো ১৬, ওয়ার্ড ১৪৪, এলাকা- আইআইএম, টাটা হল, আইসোলেশন হোস্টেল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট, 

বোরো ১৬, ওয়ার্ড ১৪৪, এলাকা- আইআইএম, রামানুজন হোস্টেল

বোরো ১৬, ওয়ার্ড ১১৪, এলাকা- ডায়মন্ড হারবার রোড জোকা, কলকাতা ১০৪, লেকভিউ হোস্টেল

বোরো ১৬, ওয়ার্ড ১১৪, এলাকা- ডায়মন্ড হারবার রোড জোকা, কলকাতা ১০৪, নিউ হোস্টেল

অন্যদিকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাধারণ মানুষকে উত্তেজিত হতে মানা করেছেন, তিনি, সাফ জানান সব রকমের ব্যবস্তা নেওয়া হচ্ছে, সুরক্ষা বিধি মাথায় রেখেই পথ চলতে হবে। 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন