নির্যাতিতাকে বাঁচাতে গিয়ে জখম, প্রতিবাদী নীলাঞ্জনার চিকিৎসার সব খরচ করবে সরকার

  • আনন্দপুর কাণ্ডে হাসাপাতালে ভর্তি নীলাঞ্জনা চট্টোপাধ্য়ায়
  • নির্যাতিতাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তিনি
  • তাঁর প্রতিবাদীমুখীর প্রশংসায় মুখ্যমন্ত্রী
  • নীলাঞ্জনার চিকিৎসার সব খরচ দেবে সরকার
     

সাহসিকতার পুরস্কার পেলেন আনন্দপুরকাণ্ডের নির্যাতিতা। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর কাজের প্রশংসা করলেন।  শুধু তাই নয়, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ায় তাঁর চিকিৎসার সব খরচ বহন করবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। সিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ । আক্রান্ত প্রতিবাদী মহিলা নীলাঞ্জনার পায়ের সফল অস্ত্রোপচার হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বেসরকারি ভর্তি রয়েছেন তিনি। পুলিশের দাবি, অভিযুক্ত যুবককে চিহ্নিত করেছে পুলিশ। পূর্ব যাদবপুরের বাসিন্দা  অভিযুক্ত যুবকের নাম অভিষেক পাণ্ডে ।  অভিযুক্ত অভিষেকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Latest Videos

যদিও, অভিযুক্তের মায়ের দাবি, ওই তরুণীর সঙ্গে ৫ বছরের সম্পর্ক ছিল অভিষেকের। পুলিশ সূত্রে খবর,নির্যাতিতা তরুণীর বয়ানে মিলেছে বিস্তর অসঙ্গতি। তাঁর মায়ের দাবি, অভিযুক্ত অভিষেক এক সময়ে তার সহকর্মী ছিলেন।  কিন্তু পুলিশের কাছে এই দীর্ঘ পরিচয়ের কথা গোপন করেছেন তিনি। 

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অন্যদিকে আক্রান্ত প্রতিবাদী মহিলা নীলাঞ্জনার পায়ের সফল অস্ত্রোপচার হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এই অবস্থায় রাজ্য সরকারের তাঁর চিকিৎসার খরচ করার সিদ্ধান্ত খুশি তাঁর পরিবার। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
'তোর বউ তো খুব সুন্দর!' এরপরেই ঘটে গেল হাড়হিম করা ঘটনা! দেখুন | Barasat News Today
ধান কাটা নিয়ে রণক্ষেত্র Basanti! প্রতিবেশীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ছুটে আসল পুলিশ
'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana